WWDC 2025: iOS 26 এ আসতে পারে এই 7টি বড় আপডেট, AI এর সাহায্যে বাড়বে আইফোনের ব্যাটারি লাইফ

WWDC 2025: iOS 26 এ আসতে পারে এই 7টি বড় আপডেট, AI এর সাহায্যে বাড়বে আইফোনের ব্যাটারি লাইফ

Apple এর ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স অর্থাৎ WWDC 2025 ইভেন্ট আজ 9 জুন রাত 10.30টায় শুরু হবে। আজকের এই ইভেন্টে কোম্পানির মেইন ফোকস AI এবং ডেভালাপর আপডেট হবে, কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে iOS 26 এর। টেক জয়েন্ট কোম্পানি তার অপারেটিং সিস্টামে একাধিক বদল করতে চলেছে। এই খবরে আমরা নতুন আইওএস অপারেটিং সিস্টাম সম্পর্কে 7টি বড় আপডেট বলবো যা এবার দেখা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WWDC 2025 এ আসবে Apple Vision Pro মতো ডিজাইন

ব্লুমবর্গ এর একটি রিপোর্ট অনুযায়ী, iOS 26 হবে কোম্পানির iOS 7 এর পর সবচেয়ে বড় ডিজাইন আপডেট। কোম্পানি তার পুরো OS এর ডিজাইনটি ভিসন প্রো হেডসেটের অপারেটিং সিস্টাম মতো তৈরি করতে চলেছে যেখানে গোলাকার অ্যাপ আইকন এবং সব মিলবিয়ে আগের চেয়ে বেশি ইমার্সিভ হবে। নতুন ডিজাইনটি আইফোন সহ আইপ্যাড থেকে কারপ্লে পর্যন্ত অ্যাপেলের সমস্ত ইকোসিস্টামে চালু করা হবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই Vivo T4 Ultra 5G ফোনের দাম ফাঁস, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ থাকবে আর কী ফিচার জানুন

ইমোজি

আইওএস ২৬ এ একটি দুর্দান্ত ফিচার আসতে চলেছে যা গ্রাহকদের দুটি ইমোজি একসাথে মিলিয়ে নতুন একটি ইমোজি তৈরি করতে দেবে। এটি চাইলে রোবোট-ইউনিকর্ণ বা পিজ্জা এর টুকড়োর সাথে স্মাইল ফেস তৈরি করতে পারে।

WWDC 2025 iOS 26 release

ব্যাটারি হেল্থে ব্যবহার হবে AI

অ্যাপেল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অনেকভাব ব্যবহার করছে। এখন নতুন আপডেটে একটি নতুন এআই ব্যাটারি আনবে কোম্পানি। এটি আইফোনের ব্যাটারি বেশি ব্যবহার করতে সাহায্যে করবে।

WWDC 2025 তে মেসেজ অ্যাপে আসবে নতুন ফিচার

আইওএস ২৬ এর সাথে অ্যাপেল মেসেজ অ্যাপকে আরও স্মার্ট করে তুলবে। রিয়াল টাইম মেসেজ ট্রান্সলেন্শন সহ একাধিক নতুন ফিচার আসতে পারে এতে। সিস্টামে নতুন এআই আসাতে বিদেশি ভাষাতে আসা মেসেজও সহজে ট্রান্সলেট করে নেবে। শুধু তাই নয়, WhatsApp বা Instagram এর মতো মেসেজ অ্যাপের ব্যাকগ্রাউন্ড বদলানো যাবে।

আইফোনের জন্য ডেস্কটপ মোড

খবর অনুযায়ী, নতুন ওএস আপডেট সহ আইফোনের জন্য ডেস্কটপ মোডও আসতে পারে। লিক মাজিন বু অনুযায়ী, অ্যাপেল USB-C পোর্ট সহ আইফোনকে এক্সটর্ণল মনিটর থেকে কানেক্ট করার সুবিধা দিতে পারে।

হেল্থ কোচ

অ্যাপেল এর নতুন আপডেটে একটি ভার্চুয়াল হেলথ কোচও আসতে পারে। এটি অ্যাপেলের হেলথ অ্যাপ থেকে যোগ হতে পারে যা AI দিয়ে চলবে।

আরও পড়ুন: 10 হাজার টাকার সেগামেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ 18 জুন লঞ্চ হবে নতুন iQOO 5G ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo