10 হাজার টাকার সেগামেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ 18 জুন লঞ্চ হবে নতুন iQOO 5G ফোন
iQOO Z10 Lite 5G এই মাসের শেষে ভারতে আসতে চলেছে। কোম্পানি সম্প্রতি আপকামিং আইকিউ জি১০ লাইট ৫জি স্মার্টফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। এছাড়া জি১০ লাইট ১০ ৫জি ফোনের ডিজাইন এবং ব্যাটারি টিজ করেছে কোম্পানি। নতুন আইকিউ ফোনটি কোম্পানির Z10 Series এর আওতায় আনা হবে। এই স্মার্টফোন সিরিজে আগে থেকে iQOO Z10 এবং Z10x চালু করা হবে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ জি১০ লাইট ফোনে কী বিশেষ থাকবে।
SurveyiQOO Z10 Lite 5G ভারতে কবে হবে লঞ্চ
কোম্পানি তার X (টুইটার) পোস্টে নিশ্চিত করেছে যে আইকিউ জি১০ লাইট ৫জি ভারতে 18 জুন লঞ্চ হবে। আইকিউর দাবি যে স্মার্টফোনে সেগামেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ আসবে। পোস্ট থেকে জানা গেছে যে আইকিউ জি১০ লাইট ৫জি ফোনের দাম ভারতে 10,000 টাকার কম হবে।
আরও পড়ুন: 14 হাজার টাকা সস্তায় হয় গেল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ Samsung 5G ফোনের দাম

আপকামিং আইকিউ ফোনের জন্য Amazon সাইটে মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে নিশ্চিত যে আপকামিং ফোনের বিক্রি অ্যামাজন থেকে করা হবে।
কেমন হবে আপকামিং আইকিউ জি১০ লাইট ৫জি ফোনের স্পেসিফিকেশন
পোস্টে কোম্পানি জানিয়েছে যে আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট হবে। দুটি সার্কুলার ক্যামেরা রিয়ারে কর্ণারে পিল শেপের মডিউলে ভার্টিকালি দেওয়া। পাওয়ার দিতে আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে। তবে বলে দি যে iQOO Z10 ফোনে 7300mAh এবং Z10x ফোনে 6500mAh এর ব্যাটারি রয়েছে।
আরও পড়ুন: 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Motorola Edge 50 Fusion, জেনে নিন নতুন দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile