50 ইঞ্চি Smart TV তে দেদার ছাড়, 30 হাজার টাকারও কম দামে কেনার সুযোগ
30 হাজার টাকার কম দামে Smart TV কিনবেন ভাবছেন তবে এখনই সুযোগ
Amazon সাইটে দুর্দান্ত অফারে স্মার্ট টিভি কেনার সুযোগ রয়েছে
Vu কোম্পানির 50 ইঞ্চি ডিসপ্লে সহ স্মার্ট টিভি প্রথমবার 30 হাজার টাকার কম দামে অর্ডার করা যাবে
30 হাজার টাকার কম দামে Smart TV কিনবেন ভাবছেন তবে এখনই সুযোগ। আসলে Amazon সাইটে দুর্দান্ত অফারে স্মার্ট টিভি কেনার সুযোগ রয়েছে। Vu কোম্পানির 50 ইঞ্চি ডিসপ্লে সহ স্মার্ট টিভি প্রথমবার 30 হাজার টাকার কম দামে অর্ডার করা যাবে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে ভিউ স্মার্ট টিভি।
Surveyভিভ ৫০ ইঞ্চি ডিসপ্লে সহ স্মার্ট টিভি দুর্দান্ত ফিচার এবং ফ্রেমলেস ডিজাইন অফার করে। এই স্মার্ট টিভিতে গুগল টিভি অপারেটিং সিস্টাম দেওয়া। এই টিভি একাধিক OTT এক্সেস অফার করে। এছাড়া থাকছে গুগল ক্রোমকাস্ট এবং গুগল গুগল অ্যাসিসটেন্ট ভয়েস কমান্ড সাপোর্ট দেওয়া। এই টিভি 4K রেজোলিউশন এবং QLED টেকনোলজি সহ আসে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ ওয়াটারপ্রুফ Realme 5G ফোনে দেদার ছাড়, 13 হাজার টাকা কমে কেনার সুযোগ
Vu Smart TV কত টাকা সস্তা দামে কেনা যাবে

ই-কমার্স সাইট অ্যামাজনে Vu 50 inches Vibe Series 4K QLED Smart Google TV তে বড় ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর এটি 31,490 টাকায় লিস্ট করা হয়েছে। গ্রাহকরা HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে এতে 1500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই হিসেবে ছাড়ের পর টিভির দাম 30 হাজার কম হয় যাবে।
ভিউ স্মার্ট টিভির স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিউ কিউএলইডি স্মার্ট টিভিতে রয়েছে 4K ডিসপ্লে যা ডলবি ভিসন, HDR10 এবং HLG মতো ফিচার অফার করে। এতে 400 নিট ব্রাইটনেস, AI পিকচার, A+ গ্রেড প্যানেল মতো টেকনোলজি পাওয়া যাবে। এই টিভিতে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
ভাল সাউন্ড কোয়ালিটির জন্য এতে 88W এর ইন্টিগ্রেটেড সাউন্ডবার দেওয়া যা ডলবি এটমস, ডিপ বাস এবং অটো ভলিউম মতো ফিচার অফার করে। গুগল টিভি ওএস এ চলা এই স্মার্ট টিভি এক্টিভভয়েস রিমোট, Netflix YouTuve হটকীজ এবং AI প্রসেসর।
আরও পড়ুন: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লেটেস্ট Motorola 5G ফোনের আজ প্রথম সেল, সস্তায় কেনার সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile