HIGHLIGHTS
এটি জিও ফোন নামে পরিচিত হবে
যেমন আসা ছিল ঠিক তেমনি আজ রিলায়েন্স জিও তাদের 4G VoLTE ফিচার ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি জিও ফোন নামে পরিচিত হবে। এর দাম Rs. 0 রাখা হয়েছে। তবে এর জন্য আপনাকে 3 বছরের জন্য Rs. 1500 দিতে হবে। আপনার এই টাকা 3 বছর পরে আপনাকে ফেরত দেওয়া হবে।
Surveyএর সঙ্গে ইউজাররা ফ্রি ভয়েস কল পাবে যার সঙ্গে ইউজাররা এর মাধ্যমে 4G ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এই ফোনটি 15 আগস্ট থেকে প্রি টেস্টিং এর জন্য বিট ভার্শানের সঙ্গে পাওয়া যাবে।
এর সঙ্গে কোম্পানি জিও ধন ধনা ধন প্ল্যানে শুধু Rs. 153 ফ্রি ভয়েস কল, আনলিমিটেড ডাটা আর জিও অ্যাপের সুবিধাও দিচ্ছে। এই ডিভাইসটি টিভি কেবেলের মাধ্যমে ইউজার্সরা জিওফোনকে টিভির সঙ্গে কানেক্টে করতে পারবেন।