রিলায়েন্স জিও 4G VoLTE ফোনটি লঞ্চ হল, দাম Rs. 0

HIGHLIGHTS

এটি জিও ফোন নামে পরিচিত হবে

রিলায়েন্স জিও 4G VoLTE ফোনটি লঞ্চ হল, দাম Rs. 0

যেমন আসা ছিল ঠিক তেমনি আজ রিলায়েন্স জিও তাদের 4G VoLTE ফিচার ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি জিও ফোন নামে পরিচিত হবে। এর দাম Rs. 0  রাখা হয়েছে। তবে এর জন্য আপনাকে 3 বছরের জন্য Rs. 1500 দিতে হবে। আপনার এই টাকা  3 বছর পরে আপনাকে ফেরত দেওয়া হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এর সঙ্গে ইউজাররা ফ্রি ভয়েস কল পাবে যার সঙ্গে ইউজাররা এর মাধ্যমে 4G ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এই ফোনটি 15 আগস্ট থেকে প্রি টেস্টিং এর জন্য বিট ভার্শানের সঙ্গে পাওয়া যাবে। 

এর সঙ্গে কোম্পানি জিও ধন ধনা ধন প্ল্যানে শুধু Rs. 153 ফ্রি ভয়েস কল, আনলিমিটেড ডাটা আর জিও অ্যাপের সুবিধাও দিচ্ছে। এই ডিভাইসটি টিভি কেবেলের মাধ্যমে ইউজার্সরা জিওফোনকে টিভির সঙ্গে কানেক্টে করতে পারবেন। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo