Airtel নিয়ে এল নতুন প্ল্যান, দাম Rs. 197

HIGHLIGHTS

Airtel এর এই নতুন প্ল্যানে আনলিমিটেড কল আর 2GB ডাটা 28 দিনের জন্য পাওয়া যাচ্ছে

Airtel নিয়ে এল নতুন প্ল্যান, দাম Rs. 197

যেদিন থেকে জিও বাজারে তাদের 4G পরিষেবা নিয়ে এসেছে তবে থেকে অন্য টেলিকম কোম্পানিরা তাদের ইউজার্সদের নিজেদের সঙ্গে রাখার জন্য বহু রকমের প্ল্যান নিয়ে আসছে। তবে এখনও অন্যান্য টেলিকম কোম্পানি গুলি রিলায়েন্স জিওর সামনে হেরে যায়নি। তারা প্রায়ই কোন না কোন প্ল্যান নিয়ে আসছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবার এই লিস্টে Airtel আরও একবার একটি নতুন অফার নিয়ে এল। আসলে Airtel এবার বাজারে একটি নতুন প্ল্যান এনেছে। এই প্ল্যানের দাম Rs. 197। এই নতুন প্ল্যানটি প্রিপেড ইউজার্সদের জন্য আনা হয়েছে।

আরও দেখুনঃ 360 N5S ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল

Airtel এর এই Rs. 197 প্ল্যানে প্রিপেড ইউজার্সরা 28 দিনের জন্য আনলিমিটেড লোকার আর STD কল করতে পারবে এর সঙ্গে 2GB ডাটাও পাচ্ছে। তবে এই অফারটি কিছু সার্কেলেই পাওয়া যাচ্ছে। আর অন্য সার্কেলে এই অফারের দামে কিছু পরিবর্তন হতে পারে।

আরও দেখুনঃ  Xiaomi তাদের xiaomi Redmi 4 এর 2,50,000 ইউনিট ভারতে বিক্রি করল

আরও দেখুনঃ Xiaomi Mi Mix 2 তে থাকবে Samsung এর ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo