DSLR এর মতো ক্যামেরা সহ Vivo X300 Series ভারতে শীঘ্রই হবে লঞ্চ, থাকবে 100x জুম সাপোর্ট

DSLR এর মতো ক্যামেরা সহ Vivo X300 Series ভারতে শীঘ্রই হবে লঞ্চ, থাকবে 100x জুম সাপোর্ট

200 মেগাপিক্সেল পাওয়ারফুল ক্যামেরা সহ Vivo এক আগামী স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। নতুন স্মার্টফোন হবে Vivo X300 Series, যা শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে জানিয়েছে কোম্পানি। বলে দি যে ভিভো 30 অক্টোবর ইউরোপে Vivo X300 এবং Vivo X300 Pro লঞ্চ করেছে। এখন কোম্পানি এই দুটি স্মার্টফোন ভারতের বাজারে চালু করতে চলেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোম্পানির তরফে এখন পর্যন্ত ভিভো এক্স300 সিরিজের লঞ্চের সঠিক তারিখের ঘোষণা করেনি। গ্লোবাল ভ্যারিয়্যান্টে ভ্যারিয়্যান্ট গ্রেড 3nm অক্টোকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 চিপসেট দেওয়া। এছাড়া ফোনে ক্যামেরার ক্ষেত্রে ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সিরিজের প্রো মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে যা 100x ডিজিটাল জুম সাপোর্ট করবে।

আরও পড়ুন: ভারতীয় লঞ্চের আগে OnePlus 15 স্মার্টফোনের দাম লিক, থাকবে সবচেয়ে শক্তিশালী প্রসেসর এবং ব্যাটারি

Vivo X300 Series ইন্ডিয়া লঞ্চ টিজার

ভিভো তার অফিসিয়াল X (টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছে যে তার ফ্ল্যাগশিপ এক্স300 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। আপাতত কোম্পানি ফোনের ফিচার এবং লঞ্চ তারিখ সম্পর্কে কিছু জানায়নি। তবে সম্প্রতি আসা রিপোর্ট অনুযায়ী ভারতে এটি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আসতে পারে।

ভিভো এক্স300 সিরিজের দাম কত

ভারতে কত দামে ভিভো এক্স300 সিরিজের স্মার্টফোন আসবে সেই বিষয় এখনও জানানো হয়নি। তবে চীনে ভিভো এক্স300 ফোনের বেস মডেল 12GB+256GB স্টোরেজের দাম CNY 4,399 (প্রায় 54,700 টাকা) থেকে শুরু হয়েছিল। এছাড়া 16GB+256GB মডেলের দাম CNY 4,699 (প্রায় 58,400 টাকা)। 12GB + 512GB, 16GB + 512GB, এবং 16GB + 1TB মডেলের দাম যথাক্রমে CNY 4,999 (প্রায় 62,100 টাকা), CNY 5,299 (প্রায় 65,900 টাকা) এবং CNY 5,799 (প্রায় 72,900 টাকা)।

ভিভো এক্স300 প্রো এর বেস মডেল 12GB + 256GB লঞ্চ করা হয়েছিল যার দাম CNY 5,299 (প্রায় 65,900 টাকা)। 16GB + 512GB এবং 16GB + 1TB স্টোরেজ মডেলের দাম CNY 5999 (প্রায় 74,600 টাকা) এবং CNY 6699 (প্রায় 83,300 টাকা) রাখা হয়েছিল।

Vivo X300 সিরিজের স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে, ভিভো এক্স300 এবং এক্স300 প্রো ফোনের চাইনিজ এবং গ্লোবাল ভ্যারিয়্যান্ট প্রায় একই রকম। প্রো মডেলে 6.78-ইঞ্চি 1.5K (2,800×1,260 পিক্সেল) ফ্ল্যাট BOE Q10+ LTPO OLED ডিসপ্লে রয়েছে যার সাথে 120Hz রিফ্রেশ রেট এবং সার্কুলার পোলারাইজেশন 2.0 সাপোর্ট রয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনটি MediaTek Dimensity 9500 চিপসেট সহ অফার করা হবে, যা 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ সহ পেয়ার থাকবে।

ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সাপোর্ট সহ), একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে।

চীনে, ভিভো এক্স300 প্রো চারটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: ওয়াইল্ডারনেস ব্রাউন, সিম্পল হোয়াইট, ফ্রি ব্লু এবং পিওর ব্ল্যাক। স্ট্যান্ডার্ড ভিভো এক্স300 চারটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: ফ্রি ব্লু, কমফোর্টেবল বেগুনি, পিওর ব্ল্যাক এবং লাকি কালার। রিপোর্ট অনুযায়ী ভারতে লঞ্চ হওয়া ভেরিয়েন্টটি এক্সক্লুসিভ লাল রঙের বিকল্পে দেওয়া হবে।

আরও পড়ুন: Airtel বন্ধ করল 189 টাকার প্ল্যান, এবার মিলবে 250 টাকার কম দামে আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo