দিওয়ালি সেলে শেষ দিনের সেরা ডিল, 6500mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোন হল এত টাকা সস্তা

দিওয়ালি সেলে শেষ দিনের সেরা ডিল, 6500mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোন হল এত টাকা সস্তা

আজ Flipkart দিওয়ালি সেলের শেষ দিন। আপনি যদি 15000 টাকার কম বাজেটে 5G Smartphone কিনতে চান তবে এটাই সুযোগ। আসলে ই-কমার্স সাইটে এই বছরের মিড রেঞ্জ Vivo এই বছর লঞ্চ হওয়া Vivo T4x 5G দুর্দান্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা কম দামের সাথে এবং ব্যাঙ্ক অফার থেকে আরও কম করতে পারেন। আসুন ভিভো টি4এক্স 5জি ফোনের দাম এবং ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo T4x 5G ফোনের দাম এবং ডিসকাউন্ট অফার

ভিভো টি4এক্স 5জি ফোনের 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 13,499 টাকায় লিস্ট করা হয়েছে। এই বছর মার্চ মাসে 13,999 টাকা দামে লঞ্চ হয়ছিল।

ব্যাঙ্ক অফারে SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 500 টাকা ছাড় পাওয়া যেতে পারে, যার পরে দামে কমে 12,999 টাকা হয় যাবে।

আরও পড়ুন: পুরো 16000 টাকা সস্তা, সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে 5000mAh ব্যাটারি সহ জনপ্রিয় Samsung 5G স্মার্টফোন

Vivo T4x 5G Budget mobile get discount on Flipkart sale deals
Vivo T4x 5G Budget mobile get discount on Flipkart sale deals

গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে 10,150 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

ভিভো টি4এক্স 5জি এর ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ভিভো টি4এক্স 5জি ফোনে রয়েছে 6.72 ইঞ্চির FullHD+ ডিসপ্লে যার রেজোলিউশন 2408×1080 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 1050 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর দেওয়া।

অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 15 ভিত্তিক FuntouchOS 15 এ কাজ করে। পাওয়ার দিতে ভিভো টি4এক্স 5জি ফোনে 6500mAh ব্যাটারি সহ 44W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, টি4এক্স 5জি তে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে ফোনটি IP64 রেটিং অফার করে। সুরক্ষার জন্য, ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

আরও পড়ুন: গুড নিউজ! এখন BSNL 194 টাকায় পুরো মাস রিচার্জ থেকে মুক্তি, প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo