Upcoming smartphone: নভেম্বর মাসে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন, দেখে নিন লিস্ট

Upcoming smartphone: নভেম্বর মাসে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন, দেখে নিন লিস্ট
HIGHLIGHTS

Redmi Note 11 স্মার্টফোন আসতে পারে 6.67 ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লের সাথে

Poco M4 Pro মোবাইলে থাকতে পারে Dimensity 810 5G অক্টা-কোর প্রসেসর

JioPhone Next কেনা যাবে মাত্র 6,499 টাকায়

সামনেই আসছে দীপাবলি (Diwali 2021)। এই ফেস্টিভ্যালের মরশুমে টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে একাধিক নতুন ডিভাইস। প্রতিমাসের মতন এই নভেম্বরেও আসতে চলেছে অনেক স্মার্টফোন। যেগুলিতে রয়েছে হাই-কোয়ালিটির প্রসেসর এবং উন্নত ক্যামেরা স্পেসিফিকেশন। আপনিও যদি নতুন মোবাইল কেনার কথা ভেবে থাকেন, তবে একনজরে দেখে নিন গোটা নভেম্বর জুড়ে কি কি হ্যান্ডসেট লঞ্চ করতে চলেছে-

Redmi Note 11

Redmi Note 11 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে নভেম্বরে। এই হ্যান্ডসেট আসতে পারে 6.67 ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লের সাথে। স্ক্রিনের রেজোলিউশন হতে পারে 1080X2400 পিক্সেল। এই ফোন কাজ করতে পারে মিডিয়াটেক Dimensity 920 5G চিপসেটে। Redmi Note 11 আসতে পারে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে। যেগুলি হল 6GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM +128GB স্টোরেজ এবং 8GB RAM+256GB ইন্টারনাল স্টোরেজ। এই ডিভাইসে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে আসতে পারে 108MP ক্যামেরা। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকতে পারে 8MP আলট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স। এই ফোন আসতে পারে 5160 mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।

আরও পড়ুন: Jio Phone Next এর ভারতে বুকিং শুরু, জেনে নিন কীভাবে করবেন বুক

Poco M4 Pro

এই হ্যান্ডসেট আসতে পারে 6.52 ইঞ্চির IPS LCD ডিসপ্লের সাথে। যেখানে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে। স্ক্রিন রেজোলিউশন থাকতে পারে 1080X2400 পিক্সেল। এই ফোন আসতে পারে মিডিয়াটেক Dimensity 810 5G অক্টা-কোর প্রসেসরের সাথে। যেখানে স্টোরেজ হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে 4GB RAM এবং 64GB অনবোর্ড স্টোরেজ। এই মোবাইল আসতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP ক্যামেরা। এই 5G স্মার্টফোন আসতে পারে ডুয়াল সিম এবং 5,000mAh ব্যাটারি সাপোর্টের সাথে। এই হ্যান্ডসেট কাজ করতে পারে Android 11 সিস্টেমের সাথে।

JioPhone Next

জিও ব্র্যান্ডের এই স্মার্টফোন বাজেট ফ্রেন্ডলি 4G ফোনের আওতায় পড়ছে। এই ফোন কেনা যাবে 6,499 টাকায়। হ্যান্ডসেট আসতে পারে 5.5 ইঞ্চির HD+ ডিসপ্লের সাথে। যেখানে থাকতে পারে করনিং গোরিলা গ্লাস 3 প্রটেকশন। এই ফোন আসতে পারে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিংয়ের সাথে। যেখানে স্টোরেজ হিসেবে থাকতে পারে কোয়ালকম Snapdragon QM215 Soc প্রসেসর। এই ফোন আসতে পারে 2GB RAM এবং 32GB ইন্টারনালের সাথে। এই হ্যান্ডসেটে থাকতে পারে 13MP রিয়ার ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা। ব্যাটারি ফিচার হিসেবে থাকতে পারে 3500 mAh ব্যাটারি এবং 5W ফাস্ট চার্জের সাপোর্ট। এই মোবাইল সাপোর্ট করতে পারে ডুয়াল সিম ফিচার। যেখানে কানেক্টিভিটির জন্য রয়েছে Bluetooth, Wi-Fi, 3.5mm হেডফোন জ্যাক এবং একাধিক সেন্সর।

আরও পড়ুন: Facebook বন্ধ করছে ফেস আইডি ফিচার, ডিলিট হয়ে যাবে ডেটা

OnePlus 9RT

OnePlus 9RT স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা হয়েছে 19 অক্টোবর। তবে এই হ্যান্ডসেট লঞ্চ করতে পারে নভেম্বরে। এই ডিভাইস আসতে পারে 6.62 ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লের সাথে। যেখানে থাকতে পারে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই হ্যান্ডসেট কাজ করতে পারে পারে কোয়ালকম SM8350 স্ন্যাপড্রাগন 888 5G চিপসেটে। এই ফোন পাওয়া যেতে পারে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। যেগুলির মধ্যে রয়েছে 8GB RAM সাথে 128GB স্টোরেজ, 8GB RAM+256GB ইন্টারনাল এবং 12GB RAM এবং 256GB অনবোর্ড স্টোরেজ। এই ফোন আসতে পারে 50MP প্রাইমারি ক্যামেরা, 16MP আলট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্সের সাথে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকতে পারে 16MP ক্যামেরা। এই ডিভাইসে থাকতে পারে 4500mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জের সাপোর্ট।

iQOO 8 pro

iQOO 8 pro হ্যান্ডসেট লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে আগস্টে। তবে এই স্মার্টফোন লঞ্চ করতে পারে নভেম্বরে। এই ডিভাইস আসতে পারে 6.78 ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লের সাথে। স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে 120Hz এবং রেজোলিউশন হতে পারে 1440X3200 পিক্সেল। এই মোবাইল কাজ করতে পারে কোয়ালকম SM8350 Snapdragon 888+5G প্রসেসরের সাথে। এই হ্যান্ডসেট পাওয়া যেতে পারে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। যেগুলি হল- 8GB RAM+ 256GB স্টোরেজ, 12GB RAM+256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM+512GB ইন্টারনাল মেমোরি। এই ফোনের অপটিক্যাল ফিচারের ক্ষেত্রে থাকতে পারে 50MP ওয়াইড ক্যামেরা, 16MP টেলিফটো লেন্স এবং 48MP আলট্রা ওয়াইড লেন্স। এই ডিভাইসে সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 16MP সেলফি ক্যামেরা। iQOO 8 pro স্মার্টফোন থাকতে পারে 4500mAh ব্যাটারি এবং আসতে পারে 120w ফাস্ট চার্জের সাপোর্টের সাথে। এই হ্যান্ডসেটে থাকতে পারে 50W ওয়্যারলেস ফাস্ট চার্জের ফিচার।

আরও পড়ুন: Disney + Hostar এর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান, প্রতিদিন মিলবে 3 জিবি ডেটা এবং কলিং

Digit.in
Logo
Digit.in
Logo