Jio Phone Next এর ভারতে বুকিং শুরু, জেনে নিন কীভাবে করবেন বুক

Jio Phone Next এর ভারতে বুকিং শুরু, জেনে নিন কীভাবে করবেন বুক
HIGHLIGHTS

JioPhone next ফোনটি দীপাবলির দিন থেকে মাত্র 1,999 টাকায় কেনা যাবে

JioPhone next ফোনের আসল দাম 6,499 টাকা

7018270182 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে Jio phone next বুক করা যাবে

রিলায়েন্স জিও-এর JioPhone Next-এর বুকিং শুরু হয়ে গিয়েছে। দীপাবলি থেকে বিক্রি করা হবে এই ফোন। স্মার্টফোনটি গুগলের সাথে হাত মিলিয়ে জিও ডিজাইন করেছে। এই নতুন ফোন গুগলের নতুন অপারেটিং সিস্টেম 'প্রগতি' এবং কোয়ালকমের শক্তিশালী প্রসেসরের সাথে আনা হচ্ছে।

তিনটি উপায় বুক করা যাবে এই ফোন

JioPhone Next বুক করার তিনটি উপায় আছে। প্রথম উপায় হল www.JIO.COM/NEXT লিঙ্কে গিয়ে অনলাইনে মোবাইল বুক করা। অন্যান্য গ্রাহকরা 'HI' লিখে তাদের WhatsApp থেকে 7018270182 নম্বরে একটি মেসেজ পাঠাতে পারেন। তৃতীয় উপায় হল Jiomart ডিজিটাল রিটেল স্টোরে গিয়ে ফোন বুক করা। JioMart Digital-এর প্রায় 30,000 স্টোর পার্টনার রয়েছে যা সারা দেশে ছড়িয়ে আছে।

JIOPHONE NEXT এর ফিচার্স

ফোনটিতে 5.45-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে যার সাথে Gorilla Glass 3 সুরক্ষা রয়েছে। ফোনে Qualcomm এর Quadcore QM 215 প্রসেসর রয়েছে। এছাড়াও, ফোনটিতে 2 জিবি র‍্যামের সাথে 32 জিবি স্টোরেজ রয়েছে, যা মেমরি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফোনটিতে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে যাতে একটি ন্যানো সিম নেওয়া হবে। এছাড়াও এতে একটি 3500mAh ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির জন্য Wi-Fi, Bluetooth এর মত অপশন আছে। হটস্পট সুবিধাও দেওয়া হয়েছে।

JioPhone Next-এর বিভিন্ন রিচার্জ প্ল্যান –

অলওয়েজ অন-প্ল্যান (Always-on plan): এই প্ল্যানে গ্রাহককে 18 মাসের জন্য 350 টাকা এবং 24 মাসের জন্য 300 টাকা দিতে হবে। প্ল্যানের সাথে গ্রাহক প্রতি মাসে 5 জিবি ডেটা এবং 100 মিনিট ভয়েস কলিং পাবেন।

লার্জ প্ল্যান (Large Plan): যেখানে 18 মাসের কিস্তি নেওয়ার জন্য প্রতি মাসে 500 টাকা এবং 24 মাসের কিস্তি করার জন্য 450 টাকা দিতে হবে। এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে।

এক্সএল প্ল্যান (XL Plan): এটি একটি 2 জিবি প্রতি দিনের প্ল্যান যাতে 18 মাসের কিস্তিতে 550 টাকা এবং 24 মাসের কিস্তিতে প্রতি মাসে 500 টাকা পেমেন্ট করতে হবে।

এক্সএক্সএল প্ল্যান (XXL Plan): এই প্ল্যানটি তাদের জন্য যারা প্রচুর ডেটা ব্যবহার করেন। এই প্ল্যানে 2.5 জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। এতে 18 মাসের জন্য 600 টাকা এবং 24 মাসের জন্য 550 টাকা কিস্তি দিতে হবে।

Digit.in
Logo
Digit.in
Logo