Samsung Galaxy M52 5G হল একটি মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোন যা 2021 সালের শেষের দিকে ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি তখন 29,999 টাকায় বাজারে আনা হয়েছিল। তবে এখন এই স্মার্টফোনের দাম 10,000 টাকা পর্যন্ত সস্তা করে দেওয়া হয়েছে। এই ফোনটি আপনি Amazon, Reliance Digital সহ অনেক ই-কমার্স ওয়েবসাইটে অনেক বেশি ডিসকাউন্ট সহ বিক্রি করা হচ্ছে। এর ফলে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের পর দাম আরও কমবে। আসুন জেনে নেওয়া যাক এই অফার...
অ্যামাজনে ওয়েবসাইটে Samsung Galaxy M52 5G ফোন 20,999 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এই ফোনের লঞ্চ প্রাইস 29,999 টাকা। অর্থাৎ এই ফোনে আপনি 9000 টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও, SBI ইউজাররা 10 শতাংশ ছাড় পেতে পারেন।
আপনি Reliance Digital-এ Samsung Galaxy M52 5G ফোনটি Citibank ক্রেডিট এবং ডেবিট কার্ডের সাথে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড়ে কেনা যাবে। তবে IndusInd ব্যাঙ্ক ক্রেডিট EMI পেমেন্টে 1500 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।
Price: |
![]() |
Release Date: | 27 Sep 2021 |
Variant: | 128 GB/6 GB RAM , 128 GB/8 GB RAM |
Market Status: | Launched |