17 মে ভারত আসবে লেদার ভেগান ডিজাইন সহ Samsung Galaxy F55 5G ফোন, 50MP সেলফি ক্যামেরা সহ আর কী রয়েছে ফিচার

17 মে ভারত আসবে লেদার ভেগান ডিজাইন সহ Samsung Galaxy F55 5G ফোন, 50MP সেলফি ক্যামেরা সহ আর কী রয়েছে ফিচার
HIGHLIGHTS

Samsung Galaxy F55 5G ভারতে 17 মে লঞ্চ করা হবে

গ্যালাক্সি এফ৫৫ ফোনটি Snapdragon 7 Gen1 চিপসেটের আসবে

এই স্মার্টফোনটি কোম্পানি 30 হাজার টাকার কম দামে আনতে চলেছে

Samsung Galaxy F55 5G লঞ্চ হতে আর মাত্র দুই দিন বাকি। স্যামসাং এর এই ফোনটি ভারতে 17 মে লঞ্চ করা হবে। তবে লঞ্চের আগেই আপকামিং স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি অনলাইনে বেশ চর্চায় রয়েছে। এই ফোনের ল্যান্ডিং পেজ অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart-এ লাইভ হয়েছে।

আপকামিং স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি লেদার ফিনিশ ডিজাইন সহ আসবে, যা দুর্দান্ত লুক অফার করছে। এই স্মার্টফোনটি কোম্পানি 30 হাজার টাকার কম দামে আনতে চলেছে।

আরও পড়ুন: OnePlus Nord CE4 Lite 5G ভারতে শীঘ্রই হবে লঞ্চ, 20 হাজারের কম হবে দাম

Samsung Galaxy F55 5G ফোনে কী থাকবে বিশেষ

Samsung Galaxy F55 5G: Processor, camera & more confirmed ahead of India launch
আপকামিং স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি লেদার ফিনিশ ডিজাইন সহ আসবে

লঞ্চের আগে, ফোনটি ফ্লিপকার্টে স্পেক্স সহ টিজ করা হয়েছে।

প্রসেসরের কথা বললে, গ্যালাক্সি এফ৫৫ ফোনটি Snapdragon 7 Gen1 চিপসেটের আসবে। এই ফোনে 12GB পর্যন্ত RAM অফার করা হবে।

ডিসপ্লে হিসেবে এতে স্যামসাং-এর নতুন ফোন গ্রাহকদের জন্য একটি ইমর্সিভ অভিজ্ঞতা সহ আনা হচ্ছে। ফোনে 120Hz sAmoled+ ডিসপ্লে থাকবে।

নতুন স্যামসাং ফোনের ক্যামেরাতে 50MP+5MP+2MP সেন্সর দেওয়া হবে। সেলফি তোলার জন্য ফোনে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে।

Samsung Galaxy F55 5G: Processor, camera & more confirmed ahead of India launch
নতুন স্যামসাং ফোনের ক্যামেরাতে 50MP+5MP+2MP সেন্সর দেওয়া হবে

স্যামসাং এর আপকামিং ফোন গ্যালাক্সি এফ৫৫ তে কোম্পানি 45W ফাস্ট চার্জিং ফিচার অফার করছে।

গ্যালাক্সি এফ৫৫ ফোনে কোম্পানি 4 বছরের Android আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট সহ আনবে।

কোম্পানির দাবি যে নতুন স্যামসাং ফোনটি 2024 সালের সবচেয়ে পাতলা ভেগান লেদার ডিভাইস হতে চলেছে। এই ফোনটি সেই সমস্ত গ্রাহকদের পছন্দ হবে যারা একটি পাতলা ফোন চান।

আরও পড়ুন: POCO F6 5G: আগামী সপ্তাহ ভারতে আসছে পোকোর দুর্দান্ত স্মার্টফোন, 50MP ক্যামেরা সহ আর কী থাকবে ফিচার?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo