একধাক্কায় দাম কমল Redmi Note 12 5G ফোনের, না কিনলে করবেন মিস!

একধাক্কায় দাম কমল Redmi Note 12 5G ফোনের, না কিনলে করবেন মিস!
HIGHLIGHTS

Redmi Note 12 ফোনে কোম্পানি বাম্পার ডিসকাউন্ট অফার করছে

রেডমি নোট 12 5G ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে সস্তা দামে বিক্রি করা হচ্ছে

ছাড়ের পর এই ফোনের দাম 16,999 টাকা হয়ে যাচ্ছে

আপনি যদি বাজেট দামে নতুন ফোন কিনতে চাইছেন, তবে Redmi Note 12 5G ফোন আপনার জন্য় ভাল বিকল্প হতে পারে। আপনি ফোনটি সেরা ফিচার সহ কম দামে কিনতে পারবেন। আসলে Redmi এর এই জনপ্রিয় মডেলটি খুব সস্তা দামে বিক্রি করা হচ্ছে।

Redmi Note 12 ফোনে কোম্পানি বাম্পার ডিসকাউন্ট অফার করছে। ছাড়ের পরে এই ফোনটি আসল দাম থেকে আরও অনেক কম দামে কেনা যাবে।

Redmi Note 12 5G ফোনের দাম এবং অফার

রেডমি নোট 12 5G ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে সস্তা দামে বিক্রি করা হচ্ছে। এই ফোনের আসল দাম 19,999 টাকা, তবে ফ্লিপাকার্ট সাইটে এতে 3000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর এই ফোনের দাম 16,999 টাকা হয়ে যাচ্ছে। এখান থেকে কিনুন

Redmi note-12-5G Offer

আরও পড়ুন: 8 জুন ভারতে এন্ট্রি করবে Realme 11 Pro Series, 3 ফিচারে জেনে নিন কেমন হবে আপকামিং ফোন

আপনি যদি আরও সস্তা দামে কিনতে চান, তবে এতে Bank অফারও দেওয়া হচ্ছে। flipkart Axis Bank Card পেমেন্টে এই ফোনে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এছাড়া HDFC ক্রেডিট কার্ড পেমেন্ট 2000 টাকার ছাড় পাওয়া যাবে। ICICI Bank Credit Card Non EMI অপশনে 2 হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

এক্সচেঞ্জ অফারের কথা বললে, পুরানো স্মার্টফোন Flipkart সাইটে এক্সচেঞ্জ করলে, আপনি নতুন ফোনে 15,350 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে পুরানো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু ডিভাইসের অবস্থা, মডেল এবং কোম্পানির উপরে নির্ভর করবে।

Redmi note 12-5G

আরও পড়ুন: Acer Aspire 5 গেমিং ল্যাপটপ লঞ্চ হল, আছে Nvidia গ্রাফিক্স সহ কোন কোন ফিচার? দাম কত?

Redmi Note 12 5G ফোনে কী ফিচার রয়েছে

রেডমি নোট 12 ফোনের ফিচারের কথা বললে, এতে 6.67 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর ফোনে দেওয়া হয়েছে। ক্যামেরা হিসাবে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 48MP রয়েছে। ফোনের ফ্রন্টে 13MP দেওয়া হয়েছে। এছাড়া ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo