শক্তিশালী প্রসেসর সহ আজ ভারতে আসছে Redmi Note 11T Pro, লঞ্চের আগেই ফাঁস ফোনের ফিচার

শক্তিশালী প্রসেসর সহ আজ ভারতে আসছে Redmi Note 11T Pro, লঞ্চের আগেই ফাঁস ফোনের ফিচার
HIGHLIGHTS

Xiaomi আজ অর্থাৎ 24 মে তাদের নতুন Redmi Note 11T Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

ফোনটি তিনটি কালার ভ্যারিয়্যান্টে আসবে- ব্ল্যাক, ব্লু এবং সিলভার

ফোনে পাওয়ার দিতে 5080mAh ব্যাটারি সহ 67 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট দেওয়া যেতে পারে

Redmi Note 11T Pro Specifications: Xiaomi আজ অর্থাৎ 24 মে তাদের নতুন Redmi Note 11T Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি গিকবেঞ্চ সাইটেও দেখা গিয়েছিল, যেখান থেকে ফোনের কিছু ফিচার জানা যায়। তবে এখন একজন টিপস্টার Wibo-তে ফোনটি স্পট করা হয়েছে। এই ফোন ডলবি এটমস এবং ডলবি ভিজনের মতো ফিচারের সাথে আসতে পারে।

টিপস্টার অভিষেক যাদব ওয়েইবোতে ফোনটি দেখেছেন এবং টুইট করে ফোনের ফিচার ফাঁস করেছে। জানা গিয়েছে যে ফোনটি তিনটি কালার ভ্যারিয়্যান্টে আসবে- ব্ল্যাক, ব্লু এবং সিলভার। আসুন জেনে নেওয়া যাক ফাঁস হওয়া ফোনের ফিচার সম্পর্কে…

Redmi Note 11T Pro Leak Features

ডিসপ্লে: ফোনে 144 Hz LCD ডিসপ্লে পাওয়া যেতে পারে।

প্রসেসর, র‍্যাম এবং স্টোরেজ: স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই রেডমি মোবাইল ফোনে মিডিয়াটেক ডাইমেনশন 8100 চিপসেট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, ফোনের দুটি ভ্যারিয়্যান্ট লঞ্চ করা যেতে পারে, একটি 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ এবং অন্যটি 8GB RAM এর সাথে 256GB স্টোরেজ।

ব্যাটারি: ফোনে পাওয়ার দিতে 5080mAh ব্যাটারি সহ 67 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট দেওয়া যেতে পারে।

Redmi Note 11T Pro

অপারেটিং সিস্টাম: ফোন Android 12 আউট অফ দ্য বক্স এর সাথে আনা যেতে পারে।

ক্যামেরা সেটআপ: ফোনের রিয়ারে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo