30 নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 11T 5G, জানুন কেমন হবে এই ফোন

30 নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 11T 5G, জানুন কেমন হবে এই ফোন
HIGHLIGHTS

Redmi Note 11 5G ভারতের মার্কেটে লঞ্চ হবে 30 নভেম্বর, নাম হতে পারে Redmi Note 11T 5G

এই মডেল আসতে চলেছে Redmi Note 10T 5G ফোনের নেক্সট জেনারেশন ফোন হিসেবে

Redmi Note 11 5G চিনের মার্কেটে লঞ্চ হয়েছে কয়েকসপ্তাহ আগে

টেকব্র্যান্ড Xiaomi তাদের সাব- ব্র্যান্ড রেডমির লেটেস্ট স্মার্টফোন সিরিজকে ভারতের টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। ব্র্যান্ডের তরফে Redmi Note 11 5G মডেলের লঞ্চের বিষয়টিকে কনফার্ম করা হয়েছে। এই হ্যান্ডসেটের লঞ্চ ডেটকে শিডিউল করা হয়েছে 30 নভেম্বর। Redmi Note 11 5G এক বিশেষ অনলাইন ইভেন্টের মাধ্যমে ভারতে হাজির হতে চলেছে Redmi Note 11T 5G নামে।

এক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা দরকার যে Redmi Note 11T 5G ভারতের মার্কেটে লঞ্চ হতে চলেছে Redmi Note 10T 5G ফোনের নেক্সট জেনারেশন মডেল হিসেবে। এই লঞ্চ ইভেন্ট সম্পর্কে কোম্পানির তরফে যে ইনভাইট শেয়ার করা হয়েছে সেখানে মডেলের নাম এবং “ Next Gen Racer” ট্যাগলাইনের উল্লেখ পাওয়া গেছে। এছাড়া নতুন এই স্মার্টফোন সম্পর্কে আর কিছু শেয়ার করেনি কোম্পানি।

অনলাইনে যে সমস্ত রিপোর্ট লীক হয়েছে সেখান থেকে জানা গিয়েছে যে Poco M4 Pro 5G মডেল ভারতে আসতে চলেছে Redmi Note 11T 5G নামে। প্রসঙ্গত, Poco ব্র্যান্ডের এই হ্যান্ডসেট ইওরোপের মার্কেটে কিছুদিন আগেই লঞ্চ করেছে।

Poco M4 Pro 5G মডেলে কী কী স্পেসিফিকেশন রয়েছে-

  • Poco M4 Pro 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে 6.67 ইঞ্চির FHD+AMOLED স্ক্রিনের সাথে।
  • এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট রয়েছে 90Hz এবং স্ক্রিনের টাচ –স্যাম্পেল রেট রয়েছে 240Hz ।
  • এই হ্যান্ডসেট কাজ করবে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 চিপসেটে।
  • এই ডিভাইস আসছে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে।
  • এই মোবাইলে রয়েছে 50MP প্রাইমারি লেন্স। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 8MP আলট্রা ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স।
  • এই ফোন আসছে 16MP সেলফি শুটারের সাথে।
  • এই হ্যান্ডসেট আসছে 33W চার্জিং অ্যাডাপ্টরের সাথে। যেখানে রয়েছে কুইক চার্জের সাপোর্ট।
  • এই স্মার্টফোন আসছে 5000mAh ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে।

Poco M4 Pro 5G মডেল পাওয়া যাবে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই ফোনের 4GB RAM+64 GB ইন্টারনাল স্টোরেজের মডেল ইওরোপে কেনা যাবে 199 ইউরোতে। অন্যদিকে 6GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়ছে 219 ইউরো। এই ফোন পাওয়া যাবে পাওয়ার ব্ল্যাক, কুল Blue এবং Poco ইয়েলো কালার অপশনে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo