Redmi K60 Ultra Launched: MediaTek প্রসেসর নিয়ে লঞ্চ করল রেডমির নতুন ফোন, কিনতে খরচ হবে কত?

Redmi K60 Ultra Launched: MediaTek প্রসেসর নিয়ে লঞ্চ করল রেডমির নতুন ফোন, কিনতে খরচ হবে কত?
HIGHLIGHTS

Redmi K60 Ultra ফোনটি লঞ্চ করে গেল

এই ফোনে MediaTek প্রসেসর আছে

ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন এই ফোনে

Xiaomi -এর তরফে Redmi ব্র্যান্ডের একটি নতুন ফোন বাজারে নিয়ে আসা হয়েছে। এই সদ্য লঞ্চ হওয়া ফোনটির নাম Redmi K60 Ultra। সোমবার চিনে এই ফোন লঞ্চ হয়েছে। 

এই ফোনটির সঙ্গে আরও একাধিক ডিভাইস লঞ্চ করেছে এর মধ্যে আছে Xiaomi Mix Fold 3, Xiaomi Pad 6 Max, Xiaomi Band 8 Pro। MediaTek Dimensity 9200+ প্রসেসরের সাহায্যে চলে এই অহ , আছে 6.67 ইঞ্চির একটি বড় ডিসপ্লে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি আছে এখানে। 

কত দাম পড়বে এই ফোনের? 

Redmi K60 Ultra ফোনটির দাম শুরু হচ্ছে CNY 2,599 বা 30,000 টাকা থেকে। এই দামে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে। অন্যদিকে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম পড়বে CNY 2,799 বা 32,000 টাকা।

আরও পড়ুন: Samsung Galaxy M14 5G Deal Alert: বাম্পার ডিল স্যামসাংয়ের ফোনে! 19% ছাড়ের পর কোন 4 কারণে কিনবেন এই ফোন? কেন কিনবেন না?

16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল এবং 16 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে যথাক্রমে খরচ হবে CNY 2,999 বা 34,350 টাকা এবং CNY 3,299 বা 38,000 টাকায়। এই ফোনের টপ এন্ড মডেলে আছে 24 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দাম CNY 3,599 বা 41,200 টাকা। 

এই ফোনটি কেবল চিনে কেনা যাবে। বিশ্ববাজারে এই ফোন পাওয়া যাবে কিনা, গেলে কোন সেটা এখনও জানা যায়নি। কালো, সাদা এবং সবুজ রঙে কেনা যাবে এই ফোন। 

Redmi K60 ultra launched with MediaTek processor

কী কী ফিচার আছে এই ফোনে? 

Redmi -এর এই ফোনে আছে 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে যেখানে 144 HZ রিফ্রেশ রেট এবং 2272X1220 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। ফলে বুঝতেই পারছেন সিনেমা দেখা হোক বা গেম খেলা সবটাই দারুণ ভাবে দেখবেন। 

MediaTek Dimensity 9200+ প্রসেসরের সাহায্যে চলা এই ফোনে পাবেন স্মুদ পারফরমেন্স। সঙ্গে 24 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এর অর্থ এই ফোনে স্টোরেজ নিয়ে কোনও ভাবনাই ভাবতে হবে না। 

আরও পড়ুন: Xiaomi Mix Fold 3: Samsung Galaxy Z Fold 5, Pixel Fold-কে টক্কর দিতে বাজারে হাজির শাওমির নতুন foldable ফোন, দাম কত?

ওয়াইল্ডবুস্ট 2.0 টেকনোলজি আছে এই ফোনে যা এটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে, প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। 16 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকবে ফ্রন্ট ক্যামেরায় যার সাহায্যে সেলফি তোলা যাবে।

120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mah ব্যাটারি আছে এই ফোনে। ফলে দ্রুত চার্জ হয়ে যাবে এটি। এছাড়া এখানে WIFI, ব্লুটুথ, USB টাইপ সি পোর্ট , এবং IP68 রেটিং আছে। অর্থাৎ এটি জল ধুলো প্রতিরোধ করবে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo