Xiaomi Mix Fold 3: Samsung Galaxy Z Fold 5, Pixel Fold-কে টক্কর দিতে বাজারে হাজির শাওমির নতুন foldable ফোন, দাম কত?

Xiaomi Mix Fold 3: Samsung Galaxy Z Fold 5, Pixel Fold-কে টক্কর দিতে বাজারে হাজির শাওমির নতুন foldable ফোন, দাম কত?
HIGHLIGHTS

লঞ্চ করল Xiaomi Mix Fold 3

বাজারে প্রতিযোগিতা হবে Samsung Galaxy Z Fold 3 এবং Pixel Fold এর সঙ্গে

এই সদ্য লঞ্চ হওয়া ফোনে আছে 12 GB RAM

Xiaomi -এর তরফে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হল তাদের নতুন Xiaomi Mix Fold 3। এই ফোনটির ডিজাইন অনেকটা যেন নোটবইয়ের মতো। দেখতে খানিকটা Samsung Galaxy Z Fold 5 বা Pixel Fold এর মতো দেখতে। তবে হ্যাঁ, এই ফোনটি কিন্তু চিনে লঞ্চ করেছে, আর সেখানকার বাজারেই কিনতে পাওয়া যাবে। 

এই ফোনটি তার প্রতিযোগীদের থেকে যেমন হালকা তেমনই পাতলা। এটি মাত্র 10.86mm চওড়া ভাঁজ করা অবস্থায়, আর ভাঁজ খোলা অবস্থায় 5.26mm চওড়া। 

এই ফোনে Leica -এর সেন্সর আছে। আর স্মুদ পারফরমেন্স পাওয়ার জন্য Xiaomi Mix Fold 3 ফোনটিতে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। এখানে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা পাবেন। 

Xiaomi Mix Fold 3 ফোনটির দাম কত? 

Xiaomi Mix Fold 3 ফোনটির দাম চিনে CNY 8,999 টাকা থেকে শুরু হচ্ছে। অর্থাৎ ভারতীয় টাকায় 1,03,000 টাকা। এই দামে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মডেল কিনতে পারবেন।

অন্যদিকে CNY 9,999 বা 1,14,500 টাকার বিনিময়ে কেনা যাবে Xiaomi Mix Fold 3 ফোনটির 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ মডেল। আর টপ এন্ড মডেলের দাম CNY 10,999 বা 1,26,600 টাকা, এখানে 16 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ আছে। গ্রাহকরা এই ফোনটি মুন শ্যাডো ব্ল্যাক এবং গোল্ড রঙে কেনা যাবে। 

আরও পড়ুন: Tecno Pova 5 India Price: আগামী সপ্তাহেই বিক্রি শুরু টেকনোর নতুন ফোনের, কততে কেনা যাবে MediaTek প্রসেসর যুক্ত ডিভাইস?

কী কী ফিচার আছে এই ফোনে? 

Xiaomi Mix Fold 3 ফোনটিকে দেখতে অনেকটাই Samsung Galaxy Z Fold 5 বা Pixel Fold ফোনটির মতো। Galaxy Z Fold 5 ফোনটি লম্বা এবং সরু, তবে Xiaomi Mix Fold 3 ফোনটি তুলনায় চওড়া। 

এখানে 6.56 ইঞ্চির একটি foldable AMOLED ডিসপ্লে রয়েছে। মেইন ডিসপ্লেতে আছে 8.025 ইঞ্চির একটি ডিসপ্লে। দুটো ডিসপ্লেতে E6 প্যানেল এবং 120 HZ রিফ্রেশ রেট আছে দুর্দান্ত ভিউয়িং এক্সপিরিয়েন্স এর জন্য। 

Xiaomi Mix Fold 3 launched with 12 GB RAM

2520X1080 পিক্সেলের রেজোলিউশন এবং 2600 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস আছে বাইরের ডিসপ্লেতে। মেইন ডিসপ্লেতে 2160X1916 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। 

কোয়াড ক্যামেরা আছে রিয়ার প্যানেলে। প্রাইমারি ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের Sony IMX 800 সেন্সর আছে। সঙ্গে একটি 13 এবং দুটো 10 মেগাপিক্সেলের সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 20 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

আরও পড়ুন: Vivo Y56, Y16 Price Cut: এক ঝটকায় তুমুল সস্তা ভিভোর 2 ফোন, নতুন দাম কত হল এখন?

এই ফোনটিতে স্মুদ পারফরমেন্সের জন্য আছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর আছে। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4800mAh ব্যাটারি পাবেন এখানে। 50W ওয়্যারলেস চার্জিং এর সুবিধা আছে এখানে। এছাড়া NFC, অ্যান্ড্রয়েড 16, 5G এর সুবিধাও আছে। 

স্মুদ ফোল্ডিং মেকানিজম এর জন্য এখানে মাইক্রো ওয়াটারড্রপ হিঞ্জ আছে। এটা 8% সরু এবং 17% কম জায়গা নেয়।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo