Redmi K50i 5G: 64MP ক্যামেরা এবং 67W চার্জিং সহ রেডমির নতুন ফোন ভারতে লঞ্চ, জাানুন দাম

Redmi K50i 5G: 64MP ক্যামেরা এবং 67W চার্জিং সহ রেডমির নতুন ফোন ভারতে লঞ্চ, জাানুন দাম
HIGHLIGHTS

লঞ্চ হল রেডমির নতুন ফোন K50i 5G

এখন যতই ফোনে গেম খেলুন, যাই করুন আর গরম হবে না ফোন

থাকছে ভেপার কুলিং ফিচার, 144Hz রিফ্রেশ রেট সঙ্গে অন্যান্য আকর্ষণীয় ফিচার

ভারতের ফোনের বাজারের নতুনতম সংযোজন হল Redmi K50i 5G। বুধবার দিনই ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ হয়েছে। চিনা কোম্পানির এই নতুন ফোনে থাকছে 144Hz রিফ্রেশ রেট। ফোনটি চলবে MediaTek Dimensity 8100 চিপসেটের সাহায্যে। এছাড়া বিশেষ বৈশিষ্ট্য হিসেবে থাকছে ভেপার কুলিং চেম্বার। এর ফলে ফোনের প্রসেসর ঠাণ্ডা থাকবে। পারফরমেন্স আরও ভাল হবে। ফোনটি থাকবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ফোনে কী কী ফিচার থাকছে দেখে নিন এই প্রতিবেদন থেকে।

কী কী ফিচার থাকছে এই ফোনে?

Redmi K50i 5G ফোনটি চলবে Android 12 অপারেটিং সিস্টেমের উপর চলবে। সঙ্গে থাকবে MIUI 12 স্কিন। এই ফোনটিতে থাকবে 6.6 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 144Hz এর রিফ্রেশ রেট। 270Hz এর টাচ সল্যামিং রেটের সুবিধাও মিলবে এই ফোনে। পাশাপাশি থাকবে HDR10 এর সাপোর্ট। Octacore MediaTek Dimensity 8100 চিপসেট থাকতে চলেছে এই ফোনে। 8GBRAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ হবে এই ফোনে।

ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, এটি Samsung এর ISOCELL GW 1 সেন্সর। এছাড়াও একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা থাকবে। এছাড়াও দারুন সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5080mah ব্যাটারি থাকবে এই ফোনে। ফলে দ্রুত চার্জ দেওয়া যাবে এই ফোন। ডুয়াল স্টিরিও স্পিকার অডিও এনজয় করতে সাহায্য করবে। ফোনটির ওজন মাত্র 200 গ্রাম।

redmi k50i

কত দাম এই ফোনের?

Redmi K50i 5G ফোনটির দাম শুরু হচ্ছে 25999 টাকা থেকে। এটির বেস ভ্যারিয়েন্টটিতে থাকবে 6GBRAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আরও একটি ভ্যারিয়েন্টে থাকবে 8GBRAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। টপ ভ্যারিয়েন্টটির দাম হচ্ছে 28999 টাকা। আপাতত তিনটি রঙে ফোনটি কিনতে পাওয়া যাবে। চিনের এই সংস্থা 23 জুলাই দুপুর 12 টা থেকে এই ফোন বিক্রি করা শুরু করবে। Amazon, Mi.com, Mi Home, Croma এবং অন্যান্য রিটেল স্টোর থেকে গ্রাহকরা এই ফো। কিনতে পারবেন।

যদি কেউ ICICI ব্যাংকের কার্ড ব্যবহার করেন ফোনটি কেনার জন্য তাহলে লঞ্চ অফারে তিনি 3000 টাকার ছাড় পাবেন। EMI তে ফোনটি কিনলেও এই ছাড় মিলবে। যদি কেউ এই ছাড় পেতে চান তাহলে তাঁকে অনলাইনেই ফোনটি কিনতে হবে। যদি কেউ তাঁর পুরনো ফোনের বদলে এই ফোন কেনেন তাহলে তিনি 25000 টাকার ছাড় পাবেন। আর যদি কেউ অফলাইন এই ফোন কেনেন তাঁর জন্যেও থাকবে অফার্ম সেক্ষেত্রে ডিসকাউন্টে বদলে Mi স্পিকার পাওয়া যাবে বিনামূল্যে।

Digit.in
Logo
Digit.in
Logo