Realme 9 5G এবং Realme 9 5G SE ফোনের প্রথম সেল, মাত্র 13000 টাকায় দুর্দান্ত ফিচার

Realme 9 5G এবং Realme 9 5G SE ফোনের প্রথম সেল, মাত্র 13000 টাকায় দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Realme 9 5G এবং Realme 9 5G SE স্মার্টফোনের প্রথম সেল আজ দুপুর 12টায় Flipkart-এ হবে

এই ফোনে Smart 5G Power Saving ফিচার দেওয়া হয়েছে, যা অটোমেটিক 4G এবং 5G এর মধ্যে স্যুইচ করে

Realme 9 5G ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা

Realme ভারতের বাজারে গত সপ্তাহে তার দুটি নতুন স্মাার্টফোন Realme 9 5G এবং Realme 9 5G SE লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনের প্রথম সেল আজ দুপুর 12টায় Flipkart-এ হবে। এই দুটি ফোনেই 48-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 128GB পর্যন্ত স্টোরেজ এবং 5,000mAh ব্যাটারির মতো ফিচার দেওয়া হয়েছে। Realme কোম্পানি দাবি করছে যে এই ফোনে Smart 5G Power Saving ফিচার দেওয়া হয়েছে, যা অটোমেটিক 4G এবং 5G এর মধ্যে স্যুইচ করে।

Realme 9 5G এবং Realme 9 5G SE দাম এবং অফার

দুটি স্মার্টফোন দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। Realme 9 5G ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা, যেখানে 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 17,499 টাকা। এছাড়া, Realme 9 5G SE ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা, যেখানে 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা।

কোম্পানি ICICI ব্যাঙ্ক এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং EMI-তে ইনস্ট্যান্ট ছাড়ও দিচ্ছে৷ Realme 9 5G ফোনে এই ডিসকাউন্ট 1500 টাকা, SE মডেলে 2000 টাকা ইনস্ট্যান্ট ছাড় রয়েছে৷ এছাড়া আপনি 13,500 টাকার কম দামে Realme 9 5G কিনতে পারবেন।

Realme 9 5G এর স্পেসিফিকেশন

Realme 9 5G স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি FullHD+ (1,080×2,400 pixels) ডিসপ্লে রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সহ আসে। এতে MediaTek Dimensity 810 প্রসেসর এবং 11GB পর্যন্ত RAM বাড়ানোর সুবিধা দেওয়া হয়েছে। ফোনে রয়েছে 48MP + 2MP + 2MP রিয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনে দেওয়া 5,000mAh ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 9 5G SE এর স্পেসিফিকেশন

Realme 9 5G SE স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি FullHD+ (1,080×2,400 পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এতে 13GB পর্যন্ত RAM এবং Snapdragon 778G প্রসেসর বাড়ানোর সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ, 8GB RAM সহ একটি ডিভাইস 21GB RAM পর্য়ন্ত যেতে পারে। ফোনে রয়েছে 48MP + 2MP + 2MP রিয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনে দেওয়া 5,000mAh ব্যাটারি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Digit.in
Logo
Digit.in
Logo