Realme 15T vs Samsung Galaxy A17 5G: 20 হাজারে কোন স্মার্টফোন হবে সেরা? দাম থেকে স্পেসিফিকেশনের তুলনা

Realme 15T vs Samsung Galaxy A17 5G: 20 হাজারে কোন স্মার্টফোন হবে সেরা? দাম থেকে স্পেসিফিকেশনের তুলনা

রিয়েলমি ভারতীয় বাজারে নতুন স্মার্টফোন Realme 15T চালু করেছে। রিয়েলমি ১৫টি ফোনে তুলনা সদ্য লঞ্চ Samsung Galaxy A17 5G ফোনের সাথে হবে। রিয়েলমি ১৫টি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনটি Exynos 1330 প্রসেসরে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি ১৫টি ফোন এবং স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচারের তুলনা করবো এখানে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Realme 15T vs Samsung Galaxy A17 5G ফোনের দাম কত

দামের কথা বললে, রিয়েলমি ১৫টি ফোনের 8GB+ 128GB স্টোরেজের দাম 20,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 8GB+256GB স্টোরেজের দাম 22,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ 24,999 টাকা দামে কেনা যাবে।

Realme 15T
Realme 15T

স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি এর 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা, 8GB+128GB স্টোরেজের দাম 20,499 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 23,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: 25000 হাজার টাকা সস্তা হয় গেল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ সদ্য লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ Samsung 5G স্মার্টফোন

রিয়েলমি ১৫টি ফোন বনাম স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লের কথা বললে, রিয়েলমি ১৫টি ফোনে রয়েছে 6.57-ইঞ্চি ফুল HD+ 4R Comfort+ AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 1080×2372 পিক্সেল, 4000 নিট পিক ব্রাইটনেস এবং 2160 Hz PWM ডিমিং রেট। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি-তে রয়েছে 6.7-ইঞ্চি ফুল HD+ ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট।

প্রসেসর হিসেবে রিয়েলমি ১৫টি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেটে কাজ করে। গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে অক্টা কোর Exynos 1330 চিপসেট দেওয়া।

ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি ১৫টি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি AI ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। একই সাথে, সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের AI ফ্রন্ট ক্যামেরা রয়েছে। গ্যালাক্সি এ১৭ ৫জি পিছনে রয়েছে অটোফোকাস সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া। একই সাথে, সেলফি এবং ভিডিও কলের জন্য f/2.0 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে রিয়েলমি ১৫টি ফোনে দেওয়া হয়েছে 7000mAh ব্যাটারি যা 60W SuperVOOC চার্জিং সাপোর্ট করে। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টাম হিসেবে রিয়েলমি ১৫টি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Realme UI 6-এ চলে। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক One UI 7-এ চলে।

আরও পড়ুন: দুর্দান্ত অফার! মাত্র 5000 টাকার খরচে পুজো মরসুমে বাড়ি নিয়ে আসুন বড় Smart TV, স্পিকার দেবে থিয়েটারের মজা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo