Poco X6 Neo 5G: 12GB RAM, 108MP ক্যামেরা সহ সস্তা পোকো ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত

Poco X6 Neo 5G: 12GB RAM, 108MP ক্যামেরা সহ সস্তা পোকো ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
HIGHLIGHTS

POCO কোম্পানি ভারতে তার নতুন স্মার্টফোন Poco X6 Neo লঞ্চ করেছে

পোকো এক্স 6 নিও ফোনটি মিডিয়াটেক ডায়মেনশন 6080 প্রসেসরে চলবে

স্মার্টফোনটি 20,000 টাকা দামের সেগামেন্টে Samsung Galaxy F15 5G, Realme 12 5G, Redmi Note 13 5G এবং iQOO Z9 5G ফোনকে টেক্কা দেবে

POCO কোম্পানি ভারতে তার নতুন স্মার্টফোন Poco X6 Neo 5G লঞ্চ করেছে। লেটেস্ট মডেলটি মিড-রেঞ্জ সেগামেন্টে আনা হয়েছে। পোকো এক্স 6 নিও ফোনটি মিডিয়াটেক ডায়মেনশন 6080 প্রসেসরে চলবে। ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া।

স্মার্টফোনটি 20,000 টাকা দামের সেগামেন্টে Samsung Galaxy F15 5G, Realme 12 5G, Redmi Note 13 5G এবং iQOO Z9 5G ফোনকে টেক্কা দেবে।

আরও পড়ুন: Jio Extra Data: জিও গ্রাহকদের জন্য সুখবর! এই দুটি সস্তার রিচার্জ প্ল্যানে পাবেন অতিরিক্ত ডেটা

Poco X6 Neo 5G Price in India

পোকো ফোনের দাম 15,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 12GB+256GB মডেলের দাম 17,999 টাকা রাখা হয়েছে।

লেটেস্ট স্মার্টফোনটি তিনটি কালার অপশনে কেনা যাবে – Astral Black, Horizon Blue এবং Martian Orange।

Flipkart সাইটে নতুন পোকো ফোনের আর্লী অ্যাক্সেস সেল আজ, 13 মার্চ, সন্ধ্যা 7 টায় শুরু হচ্ছে। গ্রাহকরা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টে করলে 1 হাজার টাকার ডিসকাউন্ট পাবেন।

Poco X6 Neo Specifications

নতুন পোকো ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি পাঞ্চ হোল AMOLED ডিসপ্লে। ফোনের স্ক্রিনে গরিল্লা গ্লাস 5 প্রটেকশন দেওয়া হয়েছে। ডিসপ্লের রেজোলিউশন 2400 x 1080 পিক্সেল। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Poco X6 Neo 5G Specification
নতুন পোকো ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি পাঞ্চ হোল AMOLED ডিসপ্লে

পারফরম্যান্সের জন্য পোকো স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট দেওয়া হয়েছে। এটি গ্রাফিক্সের জন্য Mali G57 MC2 GPU এর সাথে পেয়ার করা হয়েছে। এটি 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ আসে। Poco ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, পোকো নতুন ফোনে 108MP প্রাইমারি সেন্সর, 2MP ডেপথ সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে৷ সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট-ফেসিং শ্যুটারও রয়েছে।

এই ডিভাইসে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 33W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ভারতে আসছে Realme Narzo 70 pro 5G, প্রকাশ হল নতুন পোস্টার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo