Realme চলতি মাসেই ভারতে তার দ্বিতীয় স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির আপকামিং ফোনটি Realme Narzo 70 Pro 5G নামে বাজারে আসবে। সম্প্রতি এই ফোনের লঞ্চ তারিখ সম্পর্কে কোম্পানি জানিয়েছিল। ভারতের বাজারে 19 March 2024 এন্ট্রি নেবে এই রিয়েলমি স্মার্টফোন।
Survey
✅ Thank you for completing the survey!
Realme Narzo 70 Pro 5G ফোনের নতুন পোস্টার প্রকাশ
লেটেস্ট আপডেটে রিয়েলমির আপকামিং ফোনের চার্জিং ফিচার সম্পর্কে জানানো হয়েছে। রিয়েলমি নারজো 70 প্রো 5G ফোনের একটি নতুন পোস্টার সহ ফোনের চার্জিং স্পিড সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
Embrace the lightning-fast charging process of the #NARZO70Pro5G and elevate your power game to new heights! Step out of the shadow of 44W and experience the blazing speed of 67W charging.
রিয়েলমি নারজো 70 প্রো 5G ফোনে কোম্পানি 67W ফাস্ট চার্জিং স্পিড অফার করবে। তবে ফোনের ব্যাটারির সাইজ সম্পর্কে কোম্পানি এখনও কোনো তথ্য দেয়নি। অনুমান করা হচ্ছে যে নতুন ফোন 5000mAh ব্যাটারি সহ আসতে পারে।
Narzo 70 Pro 5G ফোনে কী থাকবে বিশেষ
লঞ্চের তারিখ প্রকাশ করার আগেই কোম্পানি আপকামিং ফোনের কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করে দিয়েছে। এয়ার জেসচার টেকনোলজি সহ আসবে এই ফোন।
এয়ার জেসচার টেকনোলজি সহ আসবে রিয়েলমি ফোন
আপকামিং ফোনটি হাত না লাগিয়ে হাওয়ায় কমান্ড দিয়ে অপারেট করা যেতে পারে।
ফোনটি 120Hz OLED ডিসপ্লে সহ আসবে বলে জানা গেছে। কোম্পানি এই ফোনে Sony IMX890 50MP প্রাইমারি সেন্সর অফার করছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile