8000 টাকার বেশি সস্তা হয় গেল 50MP ক্যামেরা সহ Oppo Reno 13, এখানে পাবেন সবচেয়ে কম দামে
আপনি যদি বাজেটে স্টাইলিশ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে OPPO Reno 13 একটি ভাল বিকল্প হতে পারে। আসলে ওপ্পো রেনো 13 স্মার্টফোনটি 8000 টাকার বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা সরাসরি ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও পেতে পারেন। যার পরে এই ফোনের দাম আরও কমে যাবে। এতে AMOLED ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি এবং শক্তিশালী ক্যামেরার মতো ফিচার অফার করে। এই ডিল বেশি দিন থাকে না তাই আপনি যদি ওপ্পো ওপ্পো রেনো 13 কেনার কথা ভাবেছেন তবে তারাতারি কিনে নিন।
SurveyFlipkart Deal On Oppo Reno 13
ফ্লিপকার্ট সাইটে ওপ্পো রেনো 13 ফোনটি সস্তায় পাওয়া যাচ্ছে। তবে ওপ্পো রেনো 13 ফোনটি ভারতে 37,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু ফ্লিপকার্ট সাইটে এটি 29,400 টাকা দামে বিক্রি হচ্ছে। যার মানে এতে 8599 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া এতে গ্রাহকরা Flipkart SBI বা Flipkart Axis Bank credit কার্ড পেমেন্টে 4000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: লিক হল iQOO 15R স্মার্টফোনের ভারতীয় দাম, জানুন ভারতে লঞ্চ কবে এবং স্পেসিফিকেশন কেমন হবে
গ্রাহকরা তাদের পুরোনো ডিভাইস থেকে আপগ্রেড করার সময় ফ্লিপকার্টের এক্সচেঞ্জ প্রোগ্রামটিও দেখতে পারেন। পুরনো স্মার্টফোনের ব্র্যান্ড, মডেল এবং অবস্থার উপর ভিত্তি করে, গ্রাহকরা 24,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।
ওপ্পো রেনো 13 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ওপ্পো রেনো 13 5জি ফোনে একটি 6.59-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি MediaTek Dimensity 8350 চিপসেটে কাজ করে এবং ল্যাগ-মুক্ত মাল্টিটাস্কিং ও দ্রুত পারফরম্যান্সের জন্য এতে 8GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
পাওয়ার দিতে ওপ্পো রেনো 13 5জি ফোনে 5600mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও এটি ধুলো ও জলরোধী সুরক্ষার জন্য IP66, IP68, এবং IP69 সার্টিফিকেশন সহ আসে।
আরও পড়ুন: Realme আগামীকাল ভারতে আনছে বিশ্বের প্রথম 10,001mAh ব্যাটারি সহ স্মার্টফোন, দেখে নিন সমস্ত ডিটেল
ক্যামেরার ক্ষেত্রে, ওপ্পো রেনো 13 5জি-তে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা রয়েছে। সামনে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile