লিক হল iQOO 15R স্মার্টফোনের ভারতীয় দাম, জানুন ভারতে লঞ্চ কবে এবং স্পেসিফিকেশন কেমন হবে

লিক হল iQOO 15R স্মার্টফোনের ভারতীয় দাম, জানুন ভারতে লঞ্চ কবে এবং স্পেসিফিকেশন কেমন হবে

iQOO 15R লঞ্চের মাধ্যমে কোম্পানি ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আইকিউ 15 মডেলটি iQOO 15 Series এর আওতায় আনা হবে, যা কয়েক মাস আগে বাজারে আনা হয়েছিল। ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ এবং অনুমানিত দাম দুটিই প্রকাশ করেছে। আগে আসা রিপোর্ট থেকে জানা গেছে যে আপকামিং আইকিউ 15আর ফোনে থাকবে 6.59-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে এবং এটি কোয়ালকমের এর লেটেস্ট Snapdragon 8 Gen 5 চিপসেট সহ আসবে। এছাড়া ডিভাইসে ডুয়াল ক্যামেরা সেটআপও থাকবে বলে জানা গেছে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ 15আর ফোনের লঞ্চের তারিখ এবং দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন পর্যন্ত সমস্ত কিছু।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে iQOO 15R ফোনের লঞ্চের তারিখ কী

আইকিউ 15আর ফোনের ভারতীয় লঞ্চের ঘোষণা করা হয়েছে। কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর মাধ্যমে স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। ঘোষণা অনুযায়ী, ডিভাইসটি 24 ফেব্রুয়ারি লঞ্চ করবে।

আরও পড়ুন: Realme আগামীকাল ভারতে আনছে বিশ্বের প্রথম 10,001mAh ব্যাটারি সহ স্মার্টফোন, দেখে নিন সমস্ত ডিটেল

ভারতে iQOO 15R-এর দাম কত হবে এবং সেল

লঞ্চের তারিখের পাশাপাশি, পোস্টে ইঙ্গিত দেওয়া হিয়েছে যে আসন্ন আইকিউ 15আর ফোনের দাম ভারতে 50,000 টাকার কম হবে। পোস্টটিতে শেয়ার করা ছবিটি থেকেও নিশ্চিত করা হয়েছে যে স্মার্টফোনটি শুধুমাত্র অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে। তবে, iQOO এখনও সঠিক বিক্রির তারিখ বা কোনো আর্লি-বার্ড অফার এবং লঞ্চ ডিসকাউন্ট প্রকাশ করেনি।

iQOO 15R India priced under Rs 50000

আইকিউ 15আর স্পেসিফিকেশন কেমন হবে

আপকামিং আইকিউ 15আর ফোনটি কোয়ালকমের Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে। এছাড়া, হাই-পারফরম্যান্সের জন্য এতে একটি Adreno 820 গ্রাফিক্স প্রসেসিং ইউনিটও থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক OriginOS 6 সহ আসবে বলে মনে করা হচ্ছে।

ডিভাইসটিতে 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.59-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে যে ডিভাইসে 7600mAh ব্যাটারি এবং 100W ওয়্যার্ড ফাস্ট-চার্জিং সাপোর্ট থাকতে পারে।

আরও পড়ুন: 200 টাকার কম খরচে পুরো মাস চলবে Jio SIM, আনলিমিটেড কলিং সহ থাকবে ডেটাও

ক্যামেরার ক্ষেত্রে, ডিভাইসে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo