Realme আগামীকাল ভারতে আনছে বিশ্বের প্রথম 10,001mAh ব্যাটারি সহ স্মার্টফোন, দেখে নিন সমস্ত ডিটেল

Realme আগামীকাল ভারতে আনছে বিশ্বের প্রথম 10,001mAh ব্যাটারি সহ স্মার্টফোন, দেখে নিন সমস্ত ডিটেল

রিয়েলমি কোম্পানি তার নতুন স্মার্টফোন Realme P4 Power 5G লঞ্চ করতে চলেছে। রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনটি আগামীকাল 29 জানুয়ারী ভারতে লঞ্চ হবে। রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনের বিশেষত্ব হল 10,001mAh ব্যাটারি। কোম্পানির দাবি যে এটি 5 মিনিটে চার্জিংয়ে অর্ধেক দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। রিয়েলমির অফিসিয়াল পোর্টলে দেওয়া লিস্ট ডিটেল অনুযায়ী, এটি ভারতের প্রথম এবং বড় 10,001mAh ব্যাটারি সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনের কত হবে দাম এবং স্পেসিফিকেশন কী।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme P4 Power 5G কবে হবে লঞ্চ

রিয়েলমি পি4 পাওয়ার 5জি স্মার্টফোন ভারতে 29 জানুয়ারী দুপুর 12টায় লঞ্চ হবে। এটি ভারতে Flipkart এবং রিয়েলমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: ইউজারদের সিকিউরিটি হবে আরও টাইট, WhatsApp নিয়ে এল Strict Account ফিচার, জানুন কীভাবে এক্টিভ করবেন

রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

ফিচারের কথা বললে, কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনটি 10,001mAh টাইটান ব্যাটারি সহ আসবে। এতে 80W ওয়্যারড এবং 27W রির্ভাস চার্জিং সাপোর্ট সহ আসবে। কোম্পানির দাবি যে এই ফোনটি ফুল চার্জে 185.7 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেটাইম, 73.3 ঘন্টা পর্যন্ত কলিং টাইম দেবে। কোম্পানির দাবি যে এটি বিশ্বের সবচেয়ে হালকা এবং পাতলা 10,001mAh ব্যাটারি ফোন হবে।

কোম্পানি ফোন চার বছরের 80 শতাংশ ব্যাটারি হেলথ গ্যারান্টি দিচ্ছে। ফোনে 1.5K রেজোলিউশন সহ 4D কার্ভ প্লাস ডিসপ্লে হবে, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 6500 নিট পিক ব্রাইটনেস দেবে।

প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট থাকবে বলে জানা গেছে। ক্যামেরার ক্ষেত্রে ফোনে থাকবে 50MP সহ ট্রিপল রিয়ার ক্যামেরা।

আরও পড়ুন: ইউজারদের সিকিউরিটি হবে আরও টাইট, WhatsApp নিয়ে এল Strict Account ফিচার, জানুন কীভাবে এক্টিভ করবেন

ভারতে কত হবে রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনের দাম

দামের কথা বললে, রিয়েলমি পি4 পাওয়ার 5জি এর দাম সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। TelecomTalk অনুযায়ী, 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 35,000 টাকা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo