OPPO ভারতে লঞ্চ করল একসাথে তিনটি পাওয়ারফুল 5G স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি সহ দুর্ধর্ষ ক্যামেরা

OPPO ভারতে লঞ্চ করল একসাথে তিনটি পাওয়ারফুল 5G স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি সহ দুর্ধর্ষ ক্যামেরা

ওপ্পো ভারতীয় বাজারে তার তিনটি নতুন 5G Smartphone লঞ্চ করে দিয়েছে। এই তিনটি স্মার্টফোন নতুন OPPO F31 Series এর আওতায় আনা হয়েছে। নতুন সিরিজে তিনটি ফোন ওপ্পো এফ৩১, ওপ্পো এফ৩১ প্রো এবং ওপ্পো এফ৩১ প্রো+ মডেল চালু করা হয়েছে। কোম্পানি জানিয়েছে নতুন সিরিজে স্মুদ পারফরম্যান্স, দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি পাওয়ার পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এফ৩১ এবং প্রো মডেলটি MediaTek Dimensity 6300/7300 Energy চিপসেট দেওয়া। পাশাপাশি, ফ্ল্যাগশিপ এফ৩১ প্রো প্লাস মডেলে Snapdragon 7 Gen 3 চিপসেটে কাজ করে। ডিভাইসে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত ডিভাইসের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে OPPO F31 Pro+, OPPO F31 Pro এবং F31 ফোনের দাম কত

লেটেস্ট ওপ্পো এফ৩১ ৫জি ফোনটি 22,999 টাকা দামে লঞ্চ হয়েছে। তবে ওপ্পো এফ৩১ প্রো মডেলটি 26,999 টাকা দামে এবং টপ মডেল ওপ্পো এফ৩১ প্রো প্লাস মডেলটি 32,999 টাকা দামে আনা হয়েছে।

নতুন ওপ্পো এফ৩১ ৫জি সিরিজের বিক্রি 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ফোনটি Flipkart, Amazon এবং Oppo e-store থেকে কেনা যাবে।

আরও পড়ুন: 43 ইঞ্চি QLED Smart Tv তে দেদার ছাড়, মাত্র 13499 টাকা দামে Amazon সেলে সবচেয়ে সস্তায় টিভি কেনার সুযোগ

OPPO F31 series launched in India

OPPO এফ৩১ ৫জি ফোনের স্পেসিফিকেশন কী

ফিচারের কথা বললে, ওপ্পো এফ৩১ ৫জি ফোনে 6.5 AMOLED প্যানেল দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। এই ফোন মিডিয়াটেক 6300 এনার্জি চিপসেট দেওয়া। ডিভাইসে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত LPDDR4x RAM পেয়ার করা। ডিভাইসে 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং অফার করা হয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে ডিভাইসে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে। সেলফির ক্ষেত্রে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

ওপ্পো এফ৩১ প্রো ফোনের স্পেসিফিকেশন

সিরিজের এই প্রো মডেলে 120Hz রিফ্রেশ রেট সহ 6.5-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া। ফোনটি মিডিয়াটেক 7300 এনার্জি চিপসেট এবং 5219 mm² এর সুপারকুল VC সিস্টাম দেওয়া, যা ফোনকে অনেক কুল রাখবে। এই ডিভাইসে 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। পাওয়ার দিতে ফোনে 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।

ফটোগ্রাফির ক্ষেত্রে এই ডিভাইসে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া। সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইস 4K ভিডিও রেকর্ডিং অফার করে।

ওপ্পো এফ৩১ প্রো+ স্পেসিফিকেশন কী রয়েছে

সিরিজের টপ এন্ড মডেলে 120Hz রিফ্রেশ রেট সহ বড় 6.8-ইঞ্চির AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। ডিভাইসে পাওয়ারফুল Snapdragon 7 Gen 3 চিপসেট এবং VC সিস্টাম দেওয়া। এই ডিভাইসেও 7000mAh ব্যাটারি এবং 80W চার্জিং সাপোর্ট অফার করা হয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে। ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া।

আরও পড়ুন: পুরো মাস মাত্র 1 টাকার খরচে মিলবে আনলিমিটেড কলিং, হাই স্পিড ডেটা সহ সমস্ত সুবিধা, BSNL এর ধামাকা রিচার্জ প্ল্যানের আজ শেষ দিন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo