Oppo-র এই ফোন ভারতে হল আরও সস্তা, 10 হাজার টাকা কমে মিলবে দুর্দান্ত ফিচার

Oppo-র এই ফোন ভারতে হল আরও সস্তা, 10 হাজার টাকা কমে মিলবে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

OPPO A16K এর বেস ভ্যারিয়্যান্ট অর্থাৎ 3GB RAM সহ 32GB স্টোরেজের দাম এখন 9,990 টাকা

Oppo A16K ফোনের দুটি ভ্যারিয়্যান্ট এখন সস্তায় কেনা যাবে

এই Oppo ফোনে একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি 4230mAh ব্যাটারি রয়েছে

Oppo India এই বছরের জানুয়ারিতে Oppo A16K লঞ্চ করেছে। Oppo A16K একটি বাজেট ফোন। Oppo A16K ভারতে 2022 সালের জানুয়ারিতে 10,490 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন Oppo A16K স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি। এই ফোনে 1,000 টাকা কমানো হয়েছে।

Oppo A16K ফোনের দুটি ভ্যারিয়্যান্ট এখন সস্তায় কেনা যাবে। Oppo A16K ফোনে Android 11 ভিত্তিক ColorOS 11.1 Lite রয়েছে। এছাড়াও এতে MediaTek Helio G35 প্রসেসর রয়েছে। এই Oppo ফোনে একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি 4230mAh ব্যাটারি রয়েছে।

Oppo A16K এর নতুন দাম

Oppo A16K ফোনের 4GB RAM সহ 64GB স্টোরেজের দাম এখন 10,990 টাকা হয়ে গেছে যা আগে ছিল 11,990 টাকা। পাশাপাশি, OPPO A16K এর বেস ভ্যারিয়্যান্ট অর্থাৎ 3GB RAM সহ 32GB স্টোরেজের দাম এখন 9,990 টাকা। আগে 10,490 টাকায় কেনা যেত। ফোনটি নীল, সাদা এবং কালো রঙে কেনা যাবে।

OPPO A16K স্মার্টফোনের স্পেসিফিকেশন-

ডিসপ্লে

এই স্মার্টফোনে রয়েছে 6.52 ইঞ্চির IPS হাই ডেফিনেশন প্লাস ডিসপ্লে। ডিভাইসের স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন 720X1600 পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও রয়েছে 20:9 ।

প্রসেসর

Oppo A16K ফোন কাজ করবে মিডিয়াটেক Helio G35 চিপসেটে।

অপারেটিং সিস্টেম

এই ডিভাইস চলবে Android 11 নির্ভর ColorOS 11.1 অপারেটিং সিস্টেমে। 

স্টোরেজ

এই স্মার্টফোন আসছে 4GB RAM এবং 64GB ইন্টারনালের সাথে। যা এক্সপ্যান্ড করা যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে।

ক্যামেরা

এই ফোনে রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা। এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে আসছে 5MP ক্যামেরা।

ব্যাটারি এবং অন্যান্য

Oppo A16K ডিভাইস আসছে 4,230mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথে। এছাড়া কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি পোর্ট, Bluetooth,GPS, ডুয়াল সিম সাপোর্ট এবং হেডফোন জ্যাক। এই ফোন আসছে নাইট ফিল্টার, সুপার পাওয়ার সেভিং মোড এবং অপ্টিমাইজড নাইট চার্জিং ফিচারের সাথে।

Digit.in
Logo
Digit.in
Logo