14,400 টাকার ছাড়ে OnePlus 9 5G কেনার সুযোগ, ফোনে রয়েছে 8GB RAM এবং দুর্দান্ত সব ফিচার

14,400 টাকার ছাড়ে OnePlus 9 5G কেনার সুযোগ, ফোনে রয়েছে 8GB RAM এবং দুর্দান্ত সব ফিচার
HIGHLIGHTS

OnePlus 9 Pro সিরিজের স্মার্টফোনগুলির দাম কমানো হয়েছে

OnePlus 9 5G ফোনের দাম ভারতে 5,000 টাকা কমে গেছে

Amazon India অতিরিক্ত 8,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট অফার করছে

OnePlus এর লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10 Pro লঞ্চের মাঝেই গ্রাহকদের জন্য স্মার্টফোন কোম্পানিটি নিয়ে এসেছে আরও একটি সুখবর। OnePlus ঘোষণা করে জানিয়েছে যে, OnePlus 9 Pro সিরিজের স্মার্টফোনগুলির দাম কমানো হয়েছে। OnePlus 9 5G ফোনটির দাম ভারতে 9,400 টাকা কমে গেছে। এই দাম পার্মানেন্টলি কমানো হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, স্মার্টফোনটির সব ধরনের ভ্যারিয়েন্টে দাম কমানো হয়েছে। এর পাশাপাশি e-commerce জায়েন্ট Amazon India অতিরিক্ত 5,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। এর ফলে ফোনের দাম 35,000 টাকায় কাছাকাছি নেমে আসে। OnePlus 9 5G গত বছর ভারতে লঞ্চের পর থেকে এখনো পর্যন্ত এই দামটাই সবচেয়ে কম বলে জানা গেছে।

5000 টাকার পার্মানেন্ট ডিসকাউন্টের পর OnePlus 9 5G ফোনের 8GB RAM সহ বেস মডেলটি বর্তমানে 40,599 টাকায় পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির 12GB RAM সহ টপ এন্ড মডেলটি পাওয়া যাবে 45,599 টাকায়। OnePlus 9 5G এর তিনটি রঙের ভ্যারিয়েন্টেই দাম কমতে দেখা গেছে। OnePlus এর স্মার্টফোনগুলির নতুন দাম OnePlus এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon India পোর্টালে দেখা যাবে। এখান থেকে কিনুন

Oneplus 9

OnePlus 9 5G এর Amazon ডিল

আপনি যদি OnePlus 9 5G ফোনটি Amazon থেকে কেনেন, তাহলে আপনি 8,000 টাকার অতিরিক্ত ইন্সট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। Amazon এর সাথে SBI Bank এর পার্টনারশিপ থাকায়, কোনো গ্রাহক যদি SBI bank এর ক্রেডিট কার্ড ফুল সোয়াইপ এবং ক্রেডিট কার্ড EMI ট্রাঞ্জ্যেকশন করে OnePlus 9 5G ফোনটি কিনে নেয়, তাহলে সেই গ্রাহক 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। Amazon এর দারুন ডিসকাউন্টের জন্যে গ্রাহকরা OnePlus 9 5G ফোনের 8GB RAM সহ বেস ভ্যারিয়েন্ট কিনতে পারবেন মাত্র 35,999 টাকায়। এখান থেকে কিনুন

OnePlus 9 5G স্মার্টফোনটি Qualcomm Snapdragon 888 SoC প্রসেসরে চলবে এবং 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজের সাথে পাওয়া যাবে। OnePlus 9 5G ডিভাইসটি 120Hz রিফ্রেশ রেট সহ ফ্লুইড AMOLED ডিসপ্লে অফার করে। ফোনটির রিয়ার ক্যামেরা ফিচারে রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Sony IMX766 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল মোনোক্রোম লেন্স। এছাড়াও ফোনটিতে রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ। OnePlus 9 5G 4,500mAh ব্যাটারি এবং Warp চার্জ 65T সাপোর্টের সাথে পাওয়া যাবে।

সুতরাং আপনি যদি 40,000 টাকার মধ্যে একটি দুর্দান্ত স্মার্টফোনের খোঁজ করে থাকেন তাহলে OnePlus এর এই ফোনটি আপনার জন্য সেরা অপশন হতে পারে। আপনি যদি আরও ভালো ফটোগ্রাফি এবং ভালো ফিচারসহ ফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে OnePlus 9 সিরিজের  Pro ভার্সানটি দেখতে পারেন। Amazon এর সাইটে OnePlus 9 Pro স্মার্টফোনটিও অনেক কম দামে পাওয়া যাচ্ছে। Amazon সাইটে OnePlus 9 Pro ফোনের দাম 54,199 টাকা থেকে শুরু হয়েছে। এছাড়া, Citi Bank এর 10,000 টাকার ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

OnePlus 10 Pro লঞ্চের আগে OnePlus 9 সিরিজের ফোনগুলির দাম কমায় অনেক গ্রাহকের সুবিধা হয়েছে। যারা OnePlus এর মতো বড় কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান কিন্তু বাজেটে পেরে উঠছিলেন না, তাদের জন্যে এখন সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে, OnePlus 10 Pro ভারতে 66,999 টাকা দাম থেকে পাওয়া যাচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo