Nokia 6 (2018) ফোনটি অ্যান্ড্রয়েড 8.0’র আপডেট পাওয়া শুরু করেছে

HIGHLIGHTS

সম্প্রতি লঞ্চ হওয়া Nokia 6 (2018) এবার অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর আপডেট পাওয়া শুরু করেছে, আপাতত চিনের ডিভাইসের জন্য এই আপডেট দেওয়া শুরু হয়েছে

Nokia 6 (2018) ফোনটি অ্যান্ড্রয়েড 8.0’র আপডেট পাওয়া শুরু করেছে

Nokia 6 (2018) ফোনটি গত সপ্তাহের শেষে চিনে লঞ্ছগ করে হয়েছিল অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে আর এবার এই স্মার্টফোনটি অ্যান্ড্রূয়েড ওরিওর আপডেট পাওয়া শুরু করেছে। আর এর সঙ্গে এটি গুগল প্লের সাপোর্টও পাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই নতুন আপডেটের মাধ্যমে এই ফোনের কিছু নতুন ফিচার্স অ্যাড হবে জার মধ্যে পিকচার-ইন-পিকচার মোড আছে। আরমা সবাই জানি যে Nokia 6 (2018) অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল, যা অনেক ইউজার্সের অপছন্দের ছিল আর এবার ফোনটি লঞ্চ হওয়ার কয়েক দিনের মধ্যেই কোম্পানি এটির নতুন আপডেট দেওয়া শুরু করে দিয়েছে।
 

এই স্মার্টফোনটি চিনে 1499 Yuan দামে আনা হয়েছে, ভারতীয় মুদ্রার হিসাবে যার দাম 14,655 টাকা। Nokia 6 2018 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট, যার দাম 1699 Yuan (প্রায় 16,610 টাকা) । Nokia 6 2018 ফোনটি বাজারে আগে থেকে উপস্থিত Nokia 6 এর জায়গা নেবে।

 

আপাতত Nokia 6 2018 চিনে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে। এর প্রথম সেল অ্যামাজনে 10 জানুয়ারি হবে। এটি ব্ল্যাক আর সিলভার কালারে পাওয়া যাবে। আপাতত এই ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।

Nokia 6 2018 ফোনটির ফিচার্স কেমন তা দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1920×1080 পিক্সাল। এতে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে যা গোরিলা গ্লাস 3 যুক্ত। এই ফোনটিতে 2.2GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যাড্রিনো 508 GPU আছে। এটি 4GB র‍্যাম যুক্ত ফোন।  

এই ফোনটিতে 16MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8MP’র। এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর এতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এটি একটি 4G VoLTE ফিচারের ফোন।

\

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo