Nokia 6 এর 2018 এডিশানটি TENNA সার্টিফিকেশান পেল, এই ফোনটি Nokia 9 এর সঙ্গে লঞ্চ হতে পারে

HIGHLIGHTS

আপডেটেড Nokia 6 ফোনটি একটি ডুয়াল-সিম ডিভাইস হতে পারে এই এই ডিভাইসে পাতলা বেজেল ডিজাইনের সঙ্গে 18:9 ডিসপ্লে থাকবে

Nokia 6 এর 2018  এডিশানটি TENNA সার্টিফিকেশান পেল, এই ফোনটি Nokia 9 এর সঙ্গে লঞ্চ হতে পারে

রিপোর্ট অনুসারে HMD গ্লোবাল Nokia 6 স্মার্টফোনটির 2018 সালের এডিশান লঞ্চ করার চেষ্টায় আছে। এই ডিভাইসটি 19  জানুয়ারি Nokia 9  এর সঙ্গে লঞ্চ হতে পারে। NokiaPowerUser এর রিপোর্ট অনুসারে Nokia 6 জি TENNA সার্টিফিকেশান পেয়ে গেছে।তবে এই লিস্টে ফোনটির ডিটেল স্পেসিফিকেশানের বিষয়ে জানা যায়নি। এই স্মার্টফোনটির নাম মডেল নম্বর TA-1054। আর এটি একটি ডুয়াল সিম ডিভাইস হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia 6 ফোনটির এই ভার্শানটি Nokia 7 এর ডিজাইনের মতনই হবে। এই ডিভাইসটিতে কম বেজেলের ডিজাইন থাকতে পারে আর এই ডিভাইসে হাইব্রিড টাচ বটন থাকবে না আর 18:9  অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে বড় ডিসপ্লে অফার করবে। রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটিতে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে আর Nokia 8  এর মতন ‘বোথি’ ফিচার অফার করবে।

Nokia 6 এর 2018 এডিশানটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর 18:9 এর অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে অফার করবে। এই ডিভাইসটিতে স্ন্যাপড্র্যাগন 630 SoC, 4GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ডিভাইসের রেয়ার প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে যা আগামী বছরের শুক্রবার Nokia 9 আর Nokia 8 (2018) এর সঙ্গে লঞ্চ হতে পারে।

Nokia 9 স্মার্টফোনটি HMD গ্লোবালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে পারে। আগের রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটিতে 6GB র‍্যাম/ 64GB রোম ভেরিয়েন্টের দাম 3,699 Yuan( প্রায় 37,000 টাকা) আর 6GB র‍্যাম/ 128GB রোম ভেরিয়েন্টের দাম 4,199 Yuan(প্রায় 42,000 টাকা) হবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo