Nokia 2.2 য়ের সঙ্গে Nokia 4.2 ফোনের তুলনা

Nokia 2.2 য়ের সঙ্গে Nokia 4.2 ফোনের তুলনা
HIGHLIGHTS

Nokia 2.2 মিডিয়াটেক প্রসেসার যুক্ত

Nokia 4.2 ফোনে স্ন্যাপড্র্যাগন প্রসেসার আছে

সবে মাত্র ভারতে লঞ্চ হয়েছে Nokia 2.2 আর এর আগেই ভারতে কোম্পানি তাদের Nokia 3.2 আর Nokia 4.2 ফোন দুটি লঞ্চ করেছে। এর মাধ্যে আমরা আপনাদের 2.2 আর Nokia 3.2 ফোন দুটির তুলনা মূলক আলোচনা করে দেখিয়েছি। আর আজকে আমরা এখানে সদ্য লঞ্চ হওয়া Nokia 2.2 ফোনটির সঙ্গে Nokia 4.2 ফোনের তুলনা করে দেখব।

Nokia 2.2 আর Nokia 4.2 ফোন দুটির ডিজাইন আর ডিসপ্লের পার্থক্য

Nokia 2.2 ফোনটিতে আপনারা 5.71 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 720x1520p আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এর সঙ্গে আমরা যদি Nokia 4.2 ফোনটি দেখি তবে এই ফোনেও 5.71 ইঞ্চির ডিসপ্লে আছে আর এটি ও একই পিক্সাল আর রেজিলিউশান আর একই অ্যাস্পেক্ট রেশিও অফার করে। দুটি ফোনের ডিসপ্লেই IPC LCD ডিসপ্লে।

Nokia 2.2 আর Nokia 4.2 ফোনদুটির হার্ডওয়্যার আর সফটোয়্যারের পার্থক্য

Nokia 2.2 ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এটি অ্যান্ড্রয়েড ওয়ান নির্ভর। আর এই ফোনে মিডিয়াটেক MT6761 হেলিও A22 আছে। আর ফোনে আপন্রাআ দুটি র‍্যাম আর স্টোরেজ পার্থক্য পাবেন। যা 2GB/16GB আর 3GB/32GB আর আর এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

এবার যদি আমরা Nokia 4.2 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওয়ান নির্ভর অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগবন 439 পাবেন। আর এই ফোনেও দুটি স্টোরেজ আর র‍্যাম ভেরিয়েন্ট আছে।

Nokia 2.2 আর Nokia 4.2 ফোনের ক্যামেরার পার্থক্য

ক্যামেরার ক্ষেত্রে দুটি ফোনে আপনারা কিছু বেসিক পার্থক্য দেখতে পারবেন। কারন Nokia 2.2 ফোনটিতে আপনারা একটি রেয়ার ক্যামেরা পাবেন 13mP আর আর সেখানে Nokia 4.2 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে যা 13MP আর 2MP র ক্যামেরা।

আর ফ্রন্ট ক্যামেরাতে দুটি Nokia 2.2 ফোনে একটি 5Mp র ক্যামেরা আর নোকিয়া 4.2 ফোনে আপনারা একটি 8MP র ক্যামেরা পাবেন।

Nokia 2.2 আর Nokia 4.2 র ব্যাটারির পার্থক্য

Nokia 2.2 ফোনে আপনারা 3000mAh য়ের ব্যাটারি পাবেন আর Nokia 4.2 ফোনেও একই 3000maH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

 

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo