Moto G62 ফোনের লঞ্চ তারিখ এল সামনে, জানুন কবে আসছে বাজারে

Moto G62 ফোনের লঞ্চ তারিখ এল সামনে, জানুন কবে আসছে বাজারে
HIGHLIGHTS

আগস্ট মাসেই একসঙ্গে ভারতে Motorola G সিরিজের দুটি ফোন আসতে চলেছে

সূত্রের খবর অনুযায়ী Moto G32 আগামী 9 আগস্ট ভারতে আসতে পারে

অন্যদিকে Moto G62 5G আসতে পারে 11 আগস্ট

চলতি মাসে ভারতে একসঙ্গে দুটো ফোন আসতে চলেছে Motorola কোম্পানির। Lenovo অধিকৃত মটোরোলা সংস্থার দুটো ফোন আগস্ট মাসে ভারতে লঞ্চ করতে চলেছে। Motorolaর Moto G32 ফোনটি লঞ্চ হতে চলেছে 9 আগস্ট। তবে শুধু G32 নয়, আরও একটি ফোন, Moto G62 ফোনটিও এই মাসেই আসতে পারে দেশে। Moto G62 5G ফোনটি আগামী 11 আগস্ট লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটি ফোনের স্পেসিফিকেশনের বিষয়ে কিছু কিছু জিনিস জানা গিয়েছে। 

Moto G62 5G এবং Moto G32 ফোন দুটির দাম কত হতে চলেছে ভারতে?

সূত্রের খবর অনুযায়ী ভারতে Moto G32 ফোনটির দাম 11 থেকে 13 হাজার টাকা দাম হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে G62 5G ফোনটির দাম 15 থেকে 17 হাজার টাকার মধ্যে হতে পারে। তবে এই ফোন দুটোর রং, বা RAM অথবা ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে যে Moto G32 ফোনটি E-commerce সাইট Flipkart থেকে কেনা যাবে। Moto G62 5G ফোনটি কবে লঞ্চ হবে বা কোথা থেকে কিনতে পারবে গ্রাহকরা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি নিশ্চিত ভাবে।

Moto G32

Moto G62 5G ফোনটিতে সম্ভাব্য ফিচার কী হতে পারে?

সূত্রের খবর অনুযায়ী 120HZ রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির একটি Full HD+ IPS ডিসপ্লে থাকতে পারে। এছাড়া Snapdragon 480+ প্রসেসর থাকবে বলেই অনুমান করা হচ্ছে এই ফোনে। 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকবে এই প্রসেসরের সঙ্গে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে যেখানে প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের হবে। সঙ্গে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। 20W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo