Lava A77 এবার অফলাইন স্টোরে পাওয়া যাচ্ছে, দাম Rs 4,999

HIGHLIGHTS

এই ডিভাইসে 1GB র‍্যামের সঙ্গে 8GB ইন্টারনাল স্টোরেজ আছে

Lava A77 এবার অফলাইন স্টোরে পাওয়া যাচ্ছে, দাম Rs 4,999

মোবাইল তৈরির সংস্থা Lava একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির দাম Rs 4,999। এই ফোনটিকে Lava A77 নাম দেওয়া হয়েছে। মুম্বাইয়ের মহেশ টেলিকম এই বিষয়ে খবর দিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava A77 তে 4.5 ইঞ্চির WVGA ডিসপ্লে আছে যার রেজিলিউশন 480×854p। এই ডিভাইসে 1.3GHz কোয়াড-কোর স্প্রেইটাইম SC9832 প্রসেসার আছে। এই ডিভাইসে 2,000mAh এর ব্যাটারি আছে।

আরো দেখুনঃ Xiaomi Mi Max 2 স্মার্টফোন 25 মে লঞ্চ হতে পারে

এই স্মার্টফোনের রেয়ার ক্যামেরা 8  মেগাপিক্সালের আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের। এই ডিভাইসের ফ্রন্ট আর রেয়ার দুটি অংশেই ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এছাড়া এই ডিভাইসটিতে 4G LTE, WiFi, ব্লুটুথ আর GPS আছে।

এই ডিভাইসে 1GB র‍্যাম এর সঙ্গে 8GB ইন্টারনাল স্টোরেজ আছে যা 32GB অব্দি বাড়ানো যেতে পারে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিকে বিশেষ ভাবে ভারতীয় বাজেট ক্রেতাদের জন্য বানানো হয়েছে।

আরো দেখুনঃ Sansui Horizon 2 Rs 4,999 তে লঞ্চ হল

আরো দেখুনঃ Vodafone, 45GB ডাটা ফ্রি দিচ্ছে , কিন্তু এর জন্য একটি শর্ত রেখেছে

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo