জিও নিয়ে এল নতুন প্ল্যান, মাত্র Rs. 153 একমাসের জন্য আনলিমিটেড 4G ডাটা পাওয়া যাবে

HIGHLIGHTS

এই Rs. 153 মূল্যের আনলিমিটেড প্ল্যানটি শুধু জিওফোনের জন্য পাওয়া যাবে

জিও নিয়ে এল নতুন প্ল্যান, মাত্র Rs. 153  একমাসের জন্য আনলিমিটেড 4G ডাটা পাওয়া যাবে

রিলায়েন্স জিও গত শুক্রবার তাদের 4G VoLTE ফিচারফোনটি লঞ্চ করেছে। এর সঙ্গে কোম্পানি তাদের একটি নতুন প্ল্যানের কথাও জানিয়েছে। এই প্ল্যানটির মুল্য Rs. 153 করা হয়েছে আর এটি শুধু জিওফোনের জন্যই পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এই Rs. 153 এর প্ল্যানটি আদতে কি তা একবার দেখে নেওয়া যাক। এই প্ল্যানটিতে এক মাসের জন্য আনলিমিটেড 4G ডাটা পাওয়া যাবে। এই প্ল্যানটি কোম্পানির Rs. 309 মূল্যের প্ল্যানের প্রায় হাফ দামে পাওয়া যাবে। জিওফোনের সঙ্গে ভয়েস কল ফ্রি দেওয়া হচ্ছে। এর সঙ্গে এসএমএসও ফ্রি পাওয়া যাবে।

এর সঙ্গে কোম্পানি আরও দুটি প্ল্যান নিয়ে এসেছে- এর মধ্যে একটির দাম Rs. 24, যাতে দুদিনের জন্য ডাটা পাওয়া যাবে, আর Rs. 54 মূল্যের প্ল্যানটিতে এক সপ্তাহের জন্য ডাটা পাওয়া যাবে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo