iQoo Z6 Pro 5G স্মার্টফোন শীঘ্রই ভারতে হবে লঞ্চ, মিড-রেঞ্জে হবে সবচেয়ে সস্তা স্মার্টফোন, জানুন কী থাকবে ফিচার

iQoo Z6 Pro 5G স্মার্টফোন শীঘ্রই ভারতে হবে লঞ্চ, মিড-রেঞ্জে হবে সবচেয়ে সস্তা স্মার্টফোন, জানুন কী থাকবে ফিচার
HIGHLIGHTS

iQOO ভারতে আরেকটি Z-সিরিজে Z6 Pro 5G স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে

iQoo Z6 Pro 5G স্মার্টফোন ভারতে 25,000 টাকারও কম দামে চালু করা যেতে পারে

এই ফোন Qualcomm-এর Snapdragon 778G SoC-এর সঙ্গে দেওয়া হতে পারে

iQoo এই বছরের শুরুতে তাদের নতুন Z-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। iQoo Z6 5G হল কোম্পানির সবচেয়ে সস্তা দামের 5G স্মার্টফোন। কোম্পানি এই স্মার্টফোনটি ভারতে 15,499 টাকা দামে লঞ্চ করেছে। iQoo-এর এই স্মার্টফোনটি Vivo T1 5G-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন, যা কোম্পানি ইতিমধ্যেই ভারতে লঞ্চ করেছে। এখন iQOO ভারতে আরেকটি Z-সিরিজ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই স্মার্টফোনটি হল iQOO Z6 Pro 5G স্মার্টফোন।

91Mobiles এর এক্সক্লুসিভ রিপোর্টে iQoo এর আপকামিং স্মার্টফোন সম্পর্কে অনেক তথ্য শেয়ার করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে iQoo Z6 Pro 5G স্মার্টফোন ভারতে 25,000 টাকারও কম দামে চালু করা যেতে পারে। এখানে আমরা আপকামিং iQoo Z6 Pro 5G স্মার্টফোন সম্পর্কে সমস্ত ডিটেল বলবো।

iQoo Z6 Pro 5G ভারত লঞ্চের তারিখ এবং দাম

iQoo এখনও এই অফিসিয়াল জানিয়েছে যে ভারতে iQOO Z6 Pro 5G স্মার্টফোন কবে লঞ্চ করবে। 91Mobiles তাদের রিপোর্টে দাবি করেছে যে এই ফোনটি ভারতে 25,000 টাকা পর্যন্ত দামে দেওয়া যেতে পারে। iQoo এর আগে ভারতে 25,000 টাকার কম দামে Z3 এবং Z5 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি 19,990 টাকায় Z3 এবং 23,990 টাকায় Z5 5G চালু করেছিল। তবে অনুমান করা হচ্ছে যে Z6 Pro 5G স্মার্টফোনটি 24,990 টাকা পর্যন্ত দামে লঞ্চ করা যেতে পারে।

iQOO Z6 Pro 5G

iQoo-এর আপকামিং Z6 Pro 5G স্মার্টফোন AnTuTu-এ 550K স্কোর করেছে। যদিও এই ফোনের স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে এই ফোন Qualcomm-এর Snapdragon 778G SoC-এর সঙ্গে দেওয়া হতে পারে।

iQoo Z6 5G স্পেসিফিকেশন

কোম্পানি সম্প্রতি Qualcomm এর Snapdragon 695 SoC সহ iQOO Z6 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং দেওয়া আছে। আইকিউ এর ফোনে একটি 6.58-ইঞ্চি ফুল HD + IPS LCD ডিসপ্লে রয়েছে। সেলফি ক্যামেরার জন্য ফোনে ওয়াটারড্রপ নচ এবং 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে।

এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP দেওয়া। এর সাথে ফোনে 2MP-এর দুটি ক্যামেরা সেন্সর – ডেপথ এবং মাইক্রো লেন্স দেওয়া হয়েছে। iQoo এর আপকামিং স্মার্টফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি Android 12 ভিত্তিক Funtouch OS 12-এ চলবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo