এসে গেল 8000mAh ব্যাটারি সহ শক্তিশালী iQOO Turbo 5G স্মার্টফোন, 16GB RAM সহ ফোনের দাম কত জানুন

HIGHLIGHTS

বহু প্রতীক্ষিত স্মার্টফোন iQOO Z10 Turbo+ 5G লঞ্চ করে দিয়েছে

আইকিউ ফোনের বিশেষত্ব হল 8000mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে

আইকিউ জি১০ টার্বো প্লাস ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে

এসে গেল 8000mAh ব্যাটারি সহ শক্তিশালী iQOO Turbo 5G স্মার্টফোন, 16GB RAM সহ ফোনের দাম কত জানুন

বড় ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আইকিউর নতুন ফোন আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। কোম্পানি চীনে তার বহু প্রতীক্ষিত স্মার্টফোন iQOO Z10 Turbo+ 5G লঞ্চ করে দিয়েছে। আইকিউ ফোনের বিশেষত্ব হল 8000mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ জি১০ টার্বো প্লাস ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z10 Turbo+ ফোনের দাম এবং বিক্রি কবে

দামের কথা বললে, আইকিউ জি১০ টার্বো প্লাস ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে। এতে 12GB+256GB স্টোরেজ মডেলের দাম CNY 2,299 (প্রায় 28,000 টাকা), 12GB+512GB স্টোরেজ মডেলের দাম CNY 2,699 (প্রায় 32,900 টাকা) রাখা হয়েছে। এছাড়া 16GB+256GB স্টোরেজ মডেলটি CNY 2,499 (প্রায় 30,500 টাকা) এবং 16GB+512GB স্টোরেজের দাম CNY 2,999 (প্রায় 36,500 টাকা) রাখা হয়েছে।

আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে কেনা যাচ্ছে Vivo এর সস্তা 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি

iQOO Z10 Turbo plus with 8000mAh battery

নতুন আইকিউ জি১০ টার্বো প্লাস ফোনটি তিনটি কালার Yunhai White, Polar Ash এবং Desert অপশনে আসে। ফোনের বিক্রি কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে। আইকিউ ফোনটি শীঘ্রই ভারতে সহ বাকি বাজারে লঞ্চ করা যাবে।

আইকিউ জি১০ টার্বো প্লাস ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন

ফিচারের কথা বললে, ডুয়াল সিম সহ এই স্মার্টফোনে 6.78 ইঞ্চি AMOLED টাচস্ক্রিন রয়েছে। এটি 2800×126 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট সহ আসে। প্রসেসর হিসেবে নতুন আইকিউ জি১০ টার্বো প্লাস ফোনি অক্টাকোর MediaTek Dimensity 9400+ চিপসেটে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ জি১০ টার্বো প্লাস ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এতে OIS এর সাপোর্ট দেওয়া। এছাড়া ফোনের ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতেও সক্ষম।

পাওয়ার দিতে আইকিউ জি১০ টার্বো প্লাস ফোনটি 8000mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে কানক্টিভিটির জন্য Bluetooth, Wi-Fi, GPS, Beidou, GLONASS এবং USB Type-C পোর্ট অপশন দেওয়া।

সম্প্রতি আইকিউ Z10R ভারতে লঞ্চ করেছিল। এতে প্রসেসর হিসেবে Mediatek Dimensity 7400 চিপসেট দেওয়া। এছাড়া ফোনে কোয়াড কার্ভড AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট রয়েছে।

আরও পড়ুন: Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 1 টাকা বেশি খরচে বিনামূল্যে Amazon Prime সাবস্ক্রিপশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo