Flipkart Big Billion Days: ফ্লিপকার্ট সেলে অর্ধেকেরও কম দামে কেনা যাবে Google Pixel 9

Flipkart Big Billion Days: ফ্লিপকার্ট সেলে অর্ধেকেরও কম দামে কেনা যাবে Google Pixel 9

গত বছর আগস্ট মাসে লঞ্চ হওয়া Google Pixel 9 স্মার্টফোন আগামী Flipkart Big Billion Days Sale চলাকালীন অর্ধেক দামে বিক্রি হবে। ই-কমার্স সাইট গুগল পিক্সেল ৯ ফোনে ডিলের পাশাপাশি EMI এবং এক্সচেঞ্জ ছাড়ও অফার করবে। Tensor G4 প্রসেসর সহ আসা গুগল পিক্সেল ৯ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরাও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় পাওয়া যাবে এই ফোন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Pixel 9 ফোনের দাম অর্ধেক হয় যাবে Flipkart Big Billion Days সেলে

ফ্লিপকার্ট অফিসিয়াল জানিয়েছে যে পিক্সেল ৯ ফোনের সেল প্রাইস টিজ করে দিয়েছে। এতে ফোনটি 34,999 টাকার শুরুর দামে দেখানো হয়েছে। এই দাম 79,999 টাকা লঞ্চ প্রাইস থেকে অনেকটা কম। বলে দি যে এই দাম ফোনে 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের। তবে এতে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ ছাড় থাকারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Lava Bold N1 5G vs Samsung Galaxy M06 5G: 9000 টাকা কম দামে কোন বাজেট ৫জি স্মার্টফোনটি হবে বেস্ট চয়েজ, দেখে নিন তুলনা

Google Pixel 9
Google Pixel 9

বর্তমান সময় অনলাইন বাজারে পিক্সেল ৯ ফোনটি 64,999 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেলে প্রথমবার এমন হবে যখন ফোনটি এত বড় ছাড়ের সাথে বিক্রি হবে।

কবে থেকে শুরু হবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেল

বিগ বিলিয়ান ডেজ সেল 22 সেপ্টেম্বর থেকে Flipkart Plus এবং Black মেম্বারদের জন্য শুরু হবে। বাকি গ্রাহকদের জন্য 23 সেপ্টেম্বর থেকে এই সেলের সুবিধা নিতে পারবেন। গুগল ছাড়াও, Apple, Samsung এবং অন্যান্য কোম্পানির লেটেস্ট এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দুর্দান্ত ছাড় অফার করা হবে। এতে iPhone 16 Pro Max, Samsung Galaxy S24 এবং Motorola Edge 60 Pro মতো ফোনগুলি লঞ্চ দাম থেকে কম দামে কেনা যাবে।

আরও পড়ুন: iPhone 17 লঞ্চের সাথেই Apple বন্ধ করে দিল এই আইফোন মডেলগুলি, আপনার ফোনও কী রয়েছে এই লিস্টে?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo