Google Pixel 3a এবং Google Pixel 3a XL ফোনে পাওয়া যাবে Android 12L, জানুন কী থাকবে ফিচার

Google Pixel 3a এবং Google Pixel 3a XL ফোনে পাওয়া যাবে Android 12L, জানুন কী থাকবে ফিচার
HIGHLIGHTS

Android 12L অপারেটিং সিস্টেম লঞ্চ হবে ডিসেম্বরে

Android 12 অপারেটিং সিস্টেমের ইনক্রিমেন্টাল আপগ্রেড হিসেবে আসবে Android 12L আপডেট

Google Pixel 3a এবং Google Pixel 3a XL ফোনও পাবে এই আপগ্রেড

Google সংস্থা ট্যাবলেট, ফোল্ডেবেল স্মার্টফোনগুলির জন্য আনতে চলেছে Android 12L অপারেটিং সিস্টেম। তবে এই আলট্রা স্মার্ট ডিভাইসগুলি ছাড়াও এই অপারেটিং সিস্টেম আপডেট পেতে পারে কম্প্যাটিবেল Android 12 নির্ভর সিস্টেমগুলিও। ডিসেম্বরেই টেক মার্কেটে হাজির হবে এই নতুন অপারেটিং সিস্টেম আপগ্রেড।

প্রসঙ্গত , কিছুদিন আগেই লাইভ হয়েছে Android 12L অপারেটিং সিস্টেমের জন্য ডেডিকেটেড ওয়েবসাইট। সেখানে প্রকাশ করা হয়েছে যে কোন কোন স্মার্টফোন পেতে পারে এই নতুন অপারেটিং সিস্টেমের আপডেট তার লিস্ট। দেখা গিয়েছে যে সেই তালিকাতে রয়েছে Google Pixel 3a এবং Google Pixel 3a XL ফোনের নাম। এই দুটি ডিভাইস পাবে Android 12L বেটা ভার্সনের আপডেট।

জানা যাচ্ছে যে Google Pixel সিরিজের বেশিরভাগ ফোনেই পাওয়া যাবে Android 12L বেটা ভার্সনের আপডেট। অন্যদিকে Google Pixel 3a এবং Google Pixel 3a XL ফোন এখন থেকে আর পাবে না অন্যান্য রেগুলার আপডেট। এই দুটি ফোনের শেষ সিকিউরিটি প্যাচের আপডেট আসবে 2022 সালের মে মাসে।

আসুন দেখে নিন কোন কোন ফোনে পাওয়া যাবে Android 12L অপারেটিং সিস্টেম আপডেট-

  • Google Pixel 6 Pro
  • Google Pixel 6
  • Google Pixel 5a 5G
  • Google Pixel 5
  • Google Pixel 4a 5G
  • Google Pixel 4a
  • Google Pixel 4
  • Google Pixel 3a XL
  • Google Pixel 3a

Android 12L অপারেটিং সিস্টেমের আপডেটের ফলে ফোনের নোটিফিকেশন, কুইক সেটিংস, লক স্ক্রিন এবং হোম স্ক্রিনে আসবে অনেক উন্নত আপগ্রেড। এছাড়া ফোল্ডেবেল ডিভাইসগুলিতে আসবে টু-কলাম লে-আউট ফিচার। নতুন সিস্টেম আপগ্রেডে গুগল প্লে-স্টোর ইউজারদের নোটিফিকেশন দেবে কোনো অ্যাপ ইউজারের  ডিভাইসের বিগ স্ক্রিনে সাপোর্ট করবে কিনা।

Digit.in
Logo
Digit.in
Logo