10 হাজার টাকার কমে বাজেট ফোন খুঁজছেন? শক্তিশালী ব্যাটারি-ক্যামেরা-ডিসপ্লে সহ দেখে নিন এই 5 ফোন

10 হাজার টাকার কমে বাজেট ফোন খুঁজছেন? শক্তিশালী ব্যাটারি-ক্যামেরা-ডিসপ্লে সহ দেখে নিন এই 5 ফোন
HIGHLIGHTS

বাজেটে ফোনে রয়েছে 6000mAh পর্যন্ত ব্যাটারি

10 হাজার টাকার কম দামে দেওয়া 5 দুর্দান্ত Smartphones

ট্রিপল ক্যামেরা এবং হাই প্রসেসর রয়েছে এই সব ফোনে

কম বাজেটে ভাল স্মার্টফোন কিনতে গেলে বাজারে পাওয়া একাধিক অপশন আমাদের কনফিউজ করে দেয়। তবে আজ আমরা আপনাদের 5 এমন ব্র্যান্ডেড স্মার্টফোনের একটি তালিকা দিতে চলেছি, যার দাম 10 হাজার টাকারও কম। এই ফোনে দুর্দান্ত ব্যাটারি-ক্যামেরা এবং স্টোরেজ পাওয়া যাবে। দেখে নিন লিস্ট…

Realme Narzo 30A

এই লেটেস্ট রিয়েলমি স্মার্টফোন Android 10 এর উপর ভিত্তি করে রিয়েলমি ইউআইতে কাজ করে এবং এই ফোনে একটি 6.5 ইঞ্চির মিনি-ড্রপ (720×1,600 পিক্সেল) ডিসপ্লে রয়েছে যা এইচডি রেজোলিউশন সহ আসে। রিয়েলমি নারজো 30A স্মার্টফোনে স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাথে 4 জিবি পর্যন্ত র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো সম্ভব হবে। নতুন এন্ট্রি-লেভেলের এই স্মার্টফোনে সংস্থা 6000mAh ব্যাটারি দিয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে।

Narzo 30A

ফোনের পিছনের প্যানেলে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, প্রাথমিক ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার এফ/2.2, পোর্ট্রেট ক্যামেরা সেন্সর সহ অ্যাপারচার এফ / 2.4 রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, অ্যাপারচার এফ / 2.0 রয়েছে। ফোনটিতে সুপার নাইটস্কেপ মোড, থ্রি নাইট ফিল্টার, ক্রোমা বুস্ট, রেট্রো পোর্ট্রেট মোডের মতো ক্যামেরা ফিচার পাবেন। দাম সম্পর্কে বললে, স্মার্টফোনটি কোম্পানির অফিসিয়াল সাইটে 8699 টাকায় পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy F12

স্যামসাং গ্যালাক্সি F12 ফোনে 6.5 ইঞ্চি এইচডি + ইনফিনিটি-V ডিসপ্লে দেওয়া যার রিফ্রেশ রেট 90Hz। ফোনে কর্নিং গরিলা গ্লাস 3 রয়েছে। হ্যান্ডসেটে এক্সিনোস 850 প্রসেসর, 4 জিবি র‌্যাম সহ 64 জিবি এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। ফোন অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক OneUI 3.1 কাস্টম স্কিনের সাথে আনা হয়েছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 15 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে। ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনে ডলবি এটমাস এবং ওয়াইডওয়াইন L1 সার্টিফিকেসন পাওয়া।

Samsung Galaxy F12

ফোনে রিয়ারে 48 মেগাপিক্সল প্রাইমারি, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। গ্যালাক্সি F12-এ সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Flipkart-এ এই ফোনের দাম 9,499 টাকা রাখা হয়েছে।

Micromax IN Note 1

ফ্লিপকার্টে 9,999 টাকায় পাওয়া যাচ্ছে Micromax IN Note 1 স্মার্টফোন। Micromax In Note 1 স্মার্টফোনে রয়েছে হেলিও G85 চিপসেট এবং এটি রযেছে 4GB র‍্যাম সাথের। ফোনের ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির LCD Full HD+। ছবি তোলার জন্য় Micromax IN Note 1 ফোনের পিছনে 48MP প্রাইমারি ক্যামেরা, সাথে থাক্ছে কটি 5MP আলট্রা ওয়াইড ইউনিট। এছাড়াও ম্যাক্রো এবং ডেপথের জন্যও Micromax IN Note 1 ফোনে রয়েছে 2MP সেন্সরস। সেলফির জন্য ফোনের ফ্রন্টে থাকছে 16MP ক্যামেরা।

ফোনে পাওয়ার দেওয়ার জন্য় Micromax IN Note 1-তে রয়েছে 5000mAh ব্যাটারি এবং এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে। এছাড়াও কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে Bluetooth 5.0, 3.5mm audio jack, FM radio, এবং Dual 4G VoLTE।

Micromax in Note 1

Tecno Spark 8 Pro

ফোনে কোম্পানি 1080×2460 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.82-ইঞ্চি IPS LCD প্যানেল অফার করছে। ফোনে পাওয়া ডিসপ্লে একটি পাঞ্চ হোল ডিজাইনের সাথে আসে। এই ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। বাজেট স্মার্টফোনে MediaTek Helio G85 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি লেন্সের সাথে একটি 2-মেগাপিক্সেল লেন্স এবং একটি AI লেন্স। একই সময়ে, সেলফির জন্য এই ফোনে আপনি 8 মেগাপিক্সেল AI ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন।

সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 33W সুপারফাস্ট চার্জিং সাপোর্ট করে। OS সম্পর্কে কথা বললে, এই Tecno স্মার্টফোনটি HiOS 7.6-এ কাজ করে Android 11-এর বাইরে।

POCO C31

POCO C31 স্মার্টফোনে রয়েছে 6.53 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 20:9 । এই মোবাইলে রয়েছে  60Hz স্ক্রিন প্যানেল। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই ফোনে রয়েছে  TUV Rheinland সার্টিফিকেশন, যার ফলে এই মোবাইলে ব্যাবহার করলেও চোখে স্টেইন কম পড়বে। এই স্মার্টফোন কাজ করবে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসরে। স্টোরেজ হিসেবে রয়েছে সর্বাধিক 4GB RAM। এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে এই মোবাইলের স্টোরেজ বাড়ানো যাবে 512 GB পর্যন্ত।

Poco c31

POCO C31 ফোনে রয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এই মোবাইলে মিলবে ফেস আনলকের ফিচার। ক্যামেরা ফিচার হিসেবে এই ডিভাইসের রয়েছে 13MP মেইন ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর, 2MP ম্যাক্রো সেন্সর। এই মোবাইলে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি সমেত যা দেবে আরও লম্বা ব্যাটারি ব্যাকআপের সুবিধা। এটি ফ্লিপকার্টে 7,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে।

Digit.in
Logo
Digit.in
Logo