108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 4-in-1 ডিসপ্লে মোড সহ Alcatel V3 Ultra ভারতে লঞ্চ, দাম 20 হাজারের কম

HIGHLIGHTS

alcatel V3 Ultra স্মার্টফোন ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে

এই ফোনের সাথে আরও দুটি ফোন Alcatel V3 Pro এবং V3 Classic ফোনও লঞ্চ করেছে

অলকাটেল ভি৩ আল্ট্রা ফোনটি 19,999 টাকার শুরুর দামে আনা হয়েছে

108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 4-in-1 ডিসপ্লে মোড সহ Alcatel V3 Ultra ভারতে লঞ্চ, দাম 20 হাজারের কম

alcatel V3 Ultra স্মার্টফোন ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। বলে দি যে কোম্পানি এই ফোনের সাথে আরও দুটি ফোন Alcatel V3 Pro এবং V3 Classic ফোনও লঞ্চ করেছে। তবে আমরা এই খবরে অলকাটেল ভি৩ আল্ট্রা ফোনের বিষয় বলবো। কোম্পানির দাবি যে এটি এই সেগামেন্টের প্রথম স্মার্টফোন যা Stylus সহ আনা হয়েছে। এছাড়া অলকাটেল ভি৩ আল্ট্রা ভারতের প্রথম স্মার্টফোন যা 4 in 1 ডিসপ্লে মোড সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি ভারতে প্রায় 10 বছর পর তার নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। এই ফোনটি ভারতে অলকাটেল ভি৩ আল্ট্রা। আসুন জেনে নেওয়া যাক অলকাটেল ভি৩ আল্ট্রা ফোনের ভারতে দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

alcatel V3 Ultra ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, অলকাটেল ভি৩ আল্ট্রা ফোনে 6.8-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। এছাড়া ফোনের ডিসপ্লেতে এন্টি গ্লেয়ার, লো ব্লু লাইট মতো ফিচার অফার করা হয়েছে। কোম্পানির দাবি যে এটি ভারতের প্রথম Patented NXTPAPER 4-in-1 ডিসপ্লে মোড সহ আনা হয়েছে।

আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Vivo T4 Ultra ফোন, থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ 90W ফাস্ট চার্জিং

alcatel V3 Ultra launched in india

পারফরম্যান্সের ক্ষেত্রে অলকাটেল ভি৩ আল্ট্রা ফোনের সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট পাওয়া যাবে। এটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে অলকাটেল ভি৩ আল্ট্রা ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার দিতে অলকাটেল ভি৩ আল্ট্রা ফোনের সাথে 5010mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

ভারতে কত দামে কেনা যাবে অলকাটেল ভি৩ আল্ট্রা ফোন

দামের কথা বললে, আল্ট্রা ফোনটি 19,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। এটি দুটি ভ্যারিয়্যান্ট 6GB RAM+128GB এবং 8GB+128GB স্টোরেজ সহ কেনা যাবে। দ্বিতীয় মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে। গ্রাহকরা লঞ্চ অফারের আওতায় এই ফোনে 2000 টাকার ব্যাঙ্ক ছাড় পাবেন। যার পরে এই ফোনের দাম শুরু হবে 17,999 টাকা।

লেটেস্ট অলাকটেল ফোনের Ocean Grey, Hyper Blue এবং Champagne Gold শেডে বিক্রি হবে। বিক্রির কথা বললে, অলকাটেল ভি৩ আল্ট্রা ফোনের বিক্রি 2 জুন থেকে Flipkart সাইট থেকে করা হবে।

আরও পড়ুন: 5000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ Vivo 5G ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo