5000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ Vivo 5G ফোন
50 মেগাপিক্সেল ক্যামেরা সহ ভিভো এর 5G Smartphone কেনার কথা ভাবছেন, তবে এটাই সুযোগ
Amazon সাইটে বর্তমানে Vivo T3 Pro 5G ফোনে দুর্দান্ত ছাড় অফার করা হচ্ছে
ভিভো টি৩ প্রো ৫জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 20,360 টাকায় লিস্ট করা
50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ভিভো এর 5G Smartphone কেনার কথা ভাবছেন, তবে এটাই সুযোগ। অনলাইন শপিং সাইট Amazon এ বর্তমানে Vivo T3 Pro 5G ফোনে দুর্দান্ত ছাড় অফার করা হচ্ছে। কোয়ালকম Snapdragon 7 Gen 3 প্রসেসরে চলা এই ফোনটি দেদার ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি৩ প্রো ৫জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
SurveyVivo T3 Pro 5G ফোনের দাম কত ভারতে এবং অফার কী
দামের কথা বললে, ভিভো টি৩ প্রো ৫জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 20,360 টাকায় লিস্ট করা। তবে গত বছর অগাস্টে এই ফোনটি 24,999 টাকায় লঞ্চ করা হয়ছিল। যার মানে ভিভো টি৩ প্রো ফোনটি 4,639 টাকা সোজা ছাড়ে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: 7000 টাকার কম দামে Frameless Smart TV, হাতছাড়া না হয় এই অফার!
শুধু তাই নয়, ব্যাঙ্ক অফারে SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম কমে 19,360 টাকা হয় যাবে।

এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে 18,950 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনে অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ভিভো টি৩ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিভো টি৩ প্রো ৫জি ফোনে 6.77-ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 2392×1080 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 4500 নিট পর্যন্ত সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ভিভো টি৩ প্রো ফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 3 (4nm) চিপসেটে কাজ করে। ফোনটি Android 14 ভিত্তিক FuntouchOS 14 অপারেটিং সিস্টামে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি৩ প্রো ৫জি ফোনে রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ভিভো টি৩ ৫জি ফোনে 5500mAh ব্যাটারি থাকছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন 8000 টাকা সস্তায় কেনার সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile