200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy Ultra ফোনের দাম একধাপে কমল, জানুন কোথায় পাবেন এই অফার
আপনি যদি ফটোগ্রাফির করা পছন্দ করেন তবে 200 মেগাপিক্সেল সহ Samsung Galaxy S24 Ultra ভাল অপশন হবে
ফ্লিপকার্টে গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি 31 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে 200+10+50+12 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা দেওয়া
সেরা ক্যামেরা স্মার্টফোনের কথা বললে, Samsung এর নাম মাথায় আসে। আপনি যদি ফটোগ্রাফির করা পছন্দ করেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করেন তবে Samsung Galaxy S24 Ultra ফোন একটি ভাল অপশন হবে। তবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি সস্তায় কেনার সুযোগ দিচ্ছে Flipkart। স্যামসাং গ্যালাক্সির এই ফোনটি ফ্লিপকার্ট সাইটে প্রচুর সস্তায় কেনা যাবে।
Samsung Galaxy S24 Ultra ফোনের দাম কত এবং অফার কী
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনের আসল দাম 1,34,999 টাকা। ফ্লিপকার্ট সাইটে এই ফোনটি 31 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারের পর গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি মাত্র 88,899 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13s 5G ভারতে এই দিন হচ্ছে লঞ্চ, জেনে নিন তারিখ
গ্রাহকরা তার Flipkart Axis Bank Credit Card দিয়ে পেমেন্ট করে ফোনের 5 শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়া কোম্পানি এই ফোনে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি এক্সচেঞ্জ অফারে 60000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ে কিনতে পারবেন। বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি এলিমিনিয়াম ফ্রেম সহ ডিজাইন করা হয়েছে। এটি গ্লাস ব্যাক প্যানেল পাওয়া যাবে।
এতে IP68 রেটিং পাওয়া যাবে যা 1.5 মিটার পর্যন্ত জলের ভিতরে কাজ করবে।
ডিসপ্লে হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে 6.8-ইঞ্চির বড় সুপার ডায়নামিক LTPO AMOLED প্যানেল সহ ডিসপ্লে দেওয়া। এতে Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া। এটি 12GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে 200+10+50+12 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে 5000mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল iQOO Neo 10 Pro+ ফোনের স্পেক্স, থাকবে 6800mAh ব্যাটারি এবং 120W চার্জিং সাপোর্ট
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile