অপেক্ষার অবসান! কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13s 5G ভারতে এই দিন হচ্ছে লঞ্চ, জেনে নিন তারিখ
আপকামিং OnePlus 13s 5G ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করে দিয়েছে
OnePlus 13 এবং OnePlus 13R 5G ফোনের পর এটি এই সিরিজে আসছে তৃতীয় মডেল ওয়ানপ্লাস 13এস ফোন
কোম্পানি জানিয়েছে যে ওয়ানপ্লাস 13এস আগামী মাসে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে এন্ট্রি করবে
ওয়ানপ্লাস এর ভারতে তার কমপ্যাক্ট স্মার্টফোন OnePlus 13s এর ঘোষণার পর থেকে গ্রাহকরা অধীর আগ্রহে ফোনের লঞ্চের অপেক্ষা করছিল। এখন কোম্পানি ওয়ানপ্লাস গ্রাহকদের একটি দুর্দান্ত খবর দিয়েছে। কোম্পানি আপকামিং ওয়ানপ্লাস 13এস ভারতীয় লঞ্চের তারিখ ঘোষণা করে দিয়েছে। OnePlus 13 এবং OnePlus 13R 5G ফোনের পর এটি এই সিরিজে আসছে তৃতীয় মডেল ওয়ানপ্লাস 13এস ফোন।
ভারতে OnePlus 13s ফোনের লঞ্চ তারিখ কবে
কোম্পানি জানিয়েছে যে ওয়ানপ্লাস 13এস আগামী মাসে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে এন্ট্রি করবে। ওয়ানপ্লাস ১৩এস ভারতীয় লঞ্চ তারিখ 5 জুন রাখা হয়েছে। কোম্পানি এই দিন দুপুর 12টায় তার লেটেস্ট ফোনের দাম এবং বিক্রি সম্পর্কে তথ্য সম্পর্কে জানাবে। লিক এবং অফিসিয়াল সোর্স থেকে আপকামিং ওয়ানপ্লাস ১৩ ৫জি ফোনের স্পেসিফিকেশ প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস ১৩এস ফোনের বিষয়।
আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল iQOO Neo 10 Pro+ ফোনের স্পেক্স, থাকবে 6800mAh ব্যাটারি এবং 120W চার্জিং সাপোর্ট
ওয়ানপ্লাস 13এস ফোনের দাম লিক
লঞ্চের আগেই ওয়ানপ্লাস 13এস এই সিরিজের বাকি মডেলের মতোই হাই-এন্ড স্পেসিফিকেশন সহ আসবে যা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে লঞ্চ হবে। এই মোবাইলটি 50 হাজার থেকে 60 হাজারের মাঝামাঝি দামে আসতে পারে।
ওয়ানপ্লাস 13এস এর দাম 49,999 টাকা থেকে শুরু হবে। টপ মডেল 58,999 টাকা দামে আসতে পারে। বলে দি যে ওয়ানপ্লাস 13আর ফোন 42,999 টাকা এবং ওয়ানপ্লাস 13 5জি ফোনটি 66,999 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে।
OnePlus 13s ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে
ডিসপ্লের কথা বললে, ওয়ানপ্লাস ১৩এস ৫জি ফোনে 6.32-ইঞ্চির কমপ্যাক্ট FHD+ স্ক্রিনে লঞ্চ করা যেতে পারে। এটি Flat স্টাইল সহ AMOLED স্ক্রিন হতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1600 নিট ব্রাইটনেস থাকবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানি জানিয়েছে যে ওয়ানপ্লাস ১৩এস ৫জি ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite অক্টাকোরে লঞ্চ করা হবে। পাশাপাশি, গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 830 GPU দেখা যেতে পারে। ওয়ানপ্লাস ১৩এস ফোনটি ভারতে 12GB RAM এবং 16GB RAM সহ পেয়ার করা যেতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩এস ৫জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এটি LED Flash সহ 50 মেগাপিক্সেল মেইন ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর আসতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ওয়ানপ্লাস ১৩এস ৫জি ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস ১৩এস ফোনটি ভারতে 6260mAh ব্যাটারি সহ আসতে পারে। এটি silicon-carbon electrode battery হতে পারে। এই বড় ব্যাটারিকে চার্জ করতে এই ফোনের সাথে 80W ফ্ল্যাশ চার্জ ফিচার সাপোর্ট করতে পারে।
আরও পড়ুন: 6000 টাকার কম দামে তিনটি টপ ফিচার এবং সাউন্ড কোয়ালিটি সহ LED TV, সবচেয়ে সস্তা 4799 টাকার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile