লঞ্চের আগে লিক হল iQOO Neo 10 Pro+ ফোনের স্পেক্স, থাকবে 6800mAh ব্যাটারি এবং 120W চার্জিং সাপোর্ট

HIGHLIGHTS

20 মে চীনে একটি লঞ্চ ইভেন্টে iQOO Neo 10 Pro+, iQOO Pad 5 সিরিজ এবং iQOO Watch 5 সহ একাধিক প্রোডাক্ট চালু করতে চলেছে

লেটেস্ট টিজার পোস্টারে আইকিউ নিও 10 প্রো+ ফোনের ব্যাটারি ক্ষমতা এবং চার্জিং পাওয়ারের বিষয় প্রকাশ করেছে

আইকিউ নিও ১০ প্রো প্লাস ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6800mAh এর বড় ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে

লঞ্চের আগে লিক হল iQOO Neo 10 Pro+ ফোনের স্পেক্স, থাকবে 6800mAh ব্যাটারি এবং 120W চার্জিং সাপোর্ট

iQOO আগামীকাল 20 মে চীনে একটি লঞ্চ ইভেন্টে iQOO Neo 10 Pro+, iQOO Pad 5 সিরিজ এবং iQOO Watch 5 সহ একাধিক প্রোডাক্ট চালু করতে চলেছে। লঞ্চের আগে কোম্পানি একের পর এক আপকামিং ডিভাইসের ফিচার প্রকাশ করেছে। লেটেস্ট টিজার পোস্টারে আইকিউ নিও 10 প্রো+ ফোনের ব্যাটারি ক্ষমতা এবং চার্জিং পাওয়ারের বিষয় প্রকাশ করেছে। আসুন আইকিউ নিও ১০ প্রো প্লাস ফোনের বিষয় জেনে নেওয়া যাক।

iQOO Neo 10 Pro+ ফোনের ব্যাটারি কেমন হবে

আইকিউ নিও ১০ প্রো প্লাস ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6800mAh এর বড় ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। কোম্পানির দাবি যে এটি মাত্র 25 মিনিটে 70 শতাংশ চার্জ হতে পারে। ফুল চার্জ হওয়ার পর ফোনটি 10.2 ঘন্টা পর্যন্ত মোবাইল MOBA গেম চালাতে পারে বা 18.8 ঘন্টা পর্যন্ত ক্রমাগত ভিডিও চালানো যাবে।

আরও পড়ুন: 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ সস্তা Samsung 5G ফোনের দাম হল কম

iQOO Neo 10 Pro+ launch

120W চার্জর মোবাইলে 100W PD প্রোটোকোল পর্যন্ত সাপোর্ট করে। গেমিং বা ভিডিও প্লেব্যাক চলাকালীন ফোনটিকে গরম হওয়ার থেকে রক্ষা করতে নিও 10 প্রো প্লাস বাইপাস চার্জিং সাপোর্ট করে।

আইকিউ নিও ১০ প্রো+ ফোনের স্পেসিফিকেশন কী থাকবে

ফিচারের কথা বললে, আইকিউ নিও ১০ প্রো প্লাস ফোনটি কোম্পানির নিও সিরিজের প্রথম ফোন হবে যা 2K ডিসপ্লে থাকবে। এতে 6.82-ইঞ্চির BOE এর Q10 LTPO ডিসপ্লে হবে যা 144Hz রিফ্রেশ রেট, 2592Hz PWM ডিমিং রেট এবং 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস হবে।

নিও ১০ প্রো প্লাস ফোনে অক্টাকোর Snapdragon 8 Elite চিপসেট হবে যার সাথে 2K 144fps ফ্রেম ইন্টারপোলেশন এর জন্য কাস্টম Q2 চিপ 2K হবে। এতে LPDDR5X RAM এবং UFS 4.1 ইনবিল্ট স্টোরেজ হবে। ফোনটি AnTuTu তে 3,311,557 স্কোর করবে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ নতুন OPPO 5G ফোনের দেদার ছাড়, মাত্র 15999 টাকায় কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo