7000mAh ব্যাটারি সহ নতুন OPPO 5G ফোনের দেদার ছাড়, মাত্র 15999 টাকায় কেনার সুযোগ
ওপ্পো সম্প্রতি 7000mAh ব্যাটারি সহ OPPO K13 5G ভারতে লঞ্চ করেছিল
ওপ্পো কে13 5জি ফোনটি এখন দুর্দান্ত ডিল সহ বিক্রি হচ্ছে
গ্রাহকরা Snapdragon 6 Gen 4 চিপসেট সহ এই ফোনটি অফারের আওতায় 15999 টাকায় কিনতে পারবেন
ওপ্পো সম্প্রতি তার 7000mAh ব্যাটারি সহ OPPO K13 5G ফোন ভারতে লঞ্চ করেছিল। ওপ্পো কে13 5জি ফোনটি এখন Flipkart সাইটে দুর্দান্ত ডিল সহ বিক্রি হচ্ছে। গ্রাহকরা এই ফোনটি অফারের আওতায় 15999 টাকায় কিনতে পারবেন। বড় ব্যাটারি থাকার পাশাপাশি ওপ্পো ফোনটি Snapdragon 6 Gen 4 চিপসেটে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো কে১৩ ৫জি ফোনের দাম কত এবং অফার কী।
OPPO K13 5G ফোনের ভারতে দাম কত
ভারতে ওপ্পো কে১৩ ৫জি ফোনের 8GB+128GB স্টোরেজের দাম 17,999 টাকা থেকে শুরু হয়। ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছে। এটি দুটি দুটি কালার আইসি পার্পল এবং প্রিজম ব্ল্যাক অপশনে কেনা যাবে।
আরও পড়ুন: 6000 টাকার কম দামে তিনটি টপ ফিচার এবং সাউন্ড কোয়ালিটি সহ LED TV, সবচেয়ে সস্তা 4799 টাকার
কোম্পানি অফারে এই ফোনে 2000 টাকা ছাড় অফার করছে। আসলে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 15,999 টাকায় কেনা যাবে। কোম্পানি এই ফোনের সাথে যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় দিচ্ছে। যার পরে গ্রাহকরা এই দামে ফোনটি কিনতে পারবেন।
আসুন দেখে নেওয়া যাক ওপ্পো কে১৩ ৫জি ফোনের স্পেসিফিকেশন কী
লেটেস্ট ওপ্পো ফোনটি 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ডিসপ্লে ভেজা হাতেও কাজ করবে। ওপ্পো কে১৩ ৫জি ফোনটি Snapdragon 6 Gen 4 চিপসেটে কাজ করে। এটি 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে, ওপ্পো কে১৩ ৫জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এটি অটোফোকস সহ 50 মেগাপিক্সেল OV50D40 এবং 2 মেগাপিক্সেল এর OV02B1B সেকেন্ডারি ক্যামেরা সহ আসে। সেলফি তোলার জন্য এতে 16 মেগাপিক্সেল এর সোনি IMX480 সেন্সর পাওয়া যাবে। ফোনের সাথে AI ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।
গেমিং এবং মাল্টিটাস্কের জন্য ফোনটি গরম না হক, সেক্ষেত্রে 6000mm স্কোয়ার এর গ্রেফাইট শিট এবং 5700mm স্কোয়ারের ভেপার কুলিং চেম্বর রয়েছে। ফোনটি জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP65 রেটিং সহ আসে।
পাওয়ার দিতে ফোনে 80W চার্জিং সাপোর্ট সহ 7000mAh এর ব্যাটারি দেওয়া। ফাস্ট চার্জিং ফিচার নিয়ে কোম্পানির দাবি যে এটি ব্যাটারিকে 30 মিনিটে 0 থেকে 56 মিনিটে 100 শতাংশ পর্যন্ত চার্জ করে দেবে।
আরও পড়ুন: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হবে iQOO Neo 10, প্রকাশ্যে এল ফিচার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile