নতুন DSLR ক্যামেরা কিনবেন? দেখে নিন কম দামে 4 সেরা অপশন

HIGHLIGHTS

অ্যামাজনে এই সপ্তাহজুড়ে চলছে “ Extra Happiness Days”

সেলে Best DSLR ক্যামেরার ওপর পাওয়া যাচ্ছে দারুণ অফার

সেলে কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ট্র্যানজ্যাকশনের ওপর রয়েছে 10% ছাড়

নতুন DSLR ক্যামেরা কিনবেন? দেখে নিন কম দামে 4 সেরা অপশন

অ্যামাজনে এখন চলছে “Extra Happiness Days”। এই স্পেশ্যাল সেল অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের আওতায় পড়ছে। এই সেলে দেওয়া হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, অ্যামাজন পে আইসিআইসিআই এবং Induslnd ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কেনাকাটা করলে 10% ডিসকাউন্ট। এছাড়া রয়েছে অ্যামাজন পে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে 10% ক্যাশব্যাকের সুযোগ।সেইসঙ্গে রয়েছে ফ্রি ডেলিভারির সুবিধা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আজ অ্যামাজনের সেলে DSLR ক্যামেরা বা ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা ওপর পাওয়া যাচ্ছে দারুণ ডিল। আমাদের মধ্যে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসি তাদের প্রত্যেকেরই ইচ্ছে থাকে একটি ভালো DSLR ক্যামেরা কেনার। আপনি যদি বাজেটের মধ্যে নতুন ক্যামেরা কেনার কথা ভেবে থাকেন , তবে আজ অ্যামাজন দিচ্ছে সেই সুযোগ। দেখে নিন আজকের সেরা DSLR ক্যামেরার সমস্ত ডিল-

Canon EOS 1500D 24.1 Digital SLR Camera (Black) with EF S18-55 is II Lens

অ্যামাজনে এই ক্যামেরা কেনা যাচ্ছে 29,999 টাকায়। আসল দাম রয়েছে 34,994 টাকা। এই ক্যামেরাতে রয়েছে 24.1 MP অটোফোকাস ফিচার, হাই রেজোলিউশন সমেত। এই ক্যামেরার ইমেজ এনলারজমেন্ট ফিচার ফটোগ্রাফ শুট করার পরে পরিস্কার জুম ভিউ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এই ক্যামেরাতে থাকা APS- C সাইজ CMOS সেন্সর এবং ইমেজিং প্রসেসর সমস্ত হাই কোয়ালিটি ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ডকে খুব সুন্দর করে আবছা করে দিয়ে মূল সাবজেক্টকে আরও উজ্বলভাবে উপস্থাপন করতে পারে। ক্যামেরা Digic 4+ ফিচার ন্যাচেরাল,হাই- কোয়ালিটি  ফটো তুলতে সাহায্য করে থাকে। এই ক্যামেরা আসছে বিল্ট ইন ওয়াইফাই এবং এনএফসি কানেক্টিভিটির সঙ্গে। ইএমআই শুরু হচ্ছে 1,412 টাকা থেকে। অ্যামাজন থেকে কিনতে পারেন।

Canon PowerShot SX430 IS 20 MP Digital Camera with 45x Optical Zoom (Black)

অ্যামাজনে এই ক্যামেরা কেনা যাচ্ছে 16,999 টাকায়। লিস্টিংয়ে দাম রয়েছে 18,995 টাকা। এই ট্রাভেল ফেন্ডলি ক্যামেরা আসছে 20MP লেন্স সমেত। এতে রয়েছে  45X অপটিকাল জুমের ফিচার যা ভালো ক্লোজ-আপ ফটোগ্রাফ তুলতে সাহায্য করবে। এতে রয়েছে এরগোনোমিক গ্রিপ যা ক্যামেরাকে সহজে ম্যানেজ করতে সাহায্য করবে। খুব সহজে রেকর্ড করা যাবে ভিডিও, স্টেবেল করা যাবে ইমেজ। এতে রয়েছে বিল্ট ইন ওয়াইফাই এবং এনএফসি কানেক্টিভিটি ফিচার। Canon PowerShot SX430 IS 20 MP Digital Camera ওজনে বেশ হাল্কা, মাত্র 830 গ্রামের। এই ক্যামেরার ইএমআই শুরু হচ্ছে 800 টাকা থেকে। অ্যামাজন থেকে কিনতে পারেন।

 

Nikon D5600 Digital Camera 18-55mm VP Kit (Black)

এক্কেবারে প্রফেশনাল ফটোগ্রাফির জন্য এই ক্যামেরা উপযুক্ত। অ্যামাজনে এই ক্যামেরা কেনা যাচ্ছে এখন 50,950 টাকায়। এই ক্যামেরাতে রয়েছে 24.2 মেগাপিক্সেল লেন্স, EXPEED 4 ইমেজ প্রসেসিং ইঞ্জিন। এই ক্যামেরার ISO রেঞ্জ 100-25600 । এই ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করা যাবে উন্নতমানের ফুল এইচ ডি ভিডিও, টাইম ল্যাপস মুভিজ, কম আলো থাকা সত্ত্বেও। এই ক্যামেরার সাথে কানেক্ট করা যাবে স্মার্টফোন বা ল্যাপটপকে, এক্কেবারে ওয়্যারলেসভাবে  ওয়াইফাই, Bluetooth বা NFC ফিচারের মাধ্যমে। যার ফলে ক্যামেরায় তোলা ফটো অটোমেটিকভাবে সিঙ্ক হবে ডিভাইসে। EXPEED 4 ইমেজ প্রসেসিং ইঞ্জিন স্পিড এবং পারফরমেন্সকে আরও উন্নত করে। এতে রয়েছে 39 পয়েন্ট অটোফোকাস ফিচার যা ফটোগ্রাফের সাবজেক্টের ট্র্যাক রাখে। এই ক্যামেরার ইএমআই শুরু হচ্ছে 2,398 টাকা থেকে। অ্যামাজন থেকে কিনতে পারেন।

Panasonic LUMIX G7 16:00 MP 4K Mirrorless Interchangeable Lens Camera Kit

এই ক্যামেরাতে রয়েছে 4K কোয়ালিটিতে ভিডিও রেকর্ডের সুবিধা। এতে রয়েছে ডি-ফোকাস, অটো-ফোকাস টেকনোলজি যা দেয় আরও উন্নত মানের ফাংশান এবং স্পিডের সুবিধা। এই ক্যামেরার লো- লাইট AF ফিচার লো লাইট অবস্থাতেও সাবজেক্টের ওপর দুর্দান্ত ফোকাস দেয়। এই ক্যামেরার সুপিরিয়ার নয়েজ সিস্টেম অল্প আলো থাকলেপ ভালো ফটো তুলতে সাহায্য করে। এই ক্যামেরার DMC-G7 আসে লাইভ ভিউ ফাইন্ডার সমেত যা 10,0000:1 পর্যন্ত হাই- ভিজিবালিটি অ্যালাও করে। এই ক্যামেরার মাধ্যমে ডিরেক্ট সানলাইটেও ভালো ফটো শুট করা যাবে। অ্যামাজন  থেকে কিনতে পারেন।

 

 

 

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo