ভারতে এল Alcatel 3T 10 ট্যাবলেট

HIGHLIGHTS

ভারতে লঞ্চ হল Alcatel 3T 1o

স্পিকার ভেরিয়েন্টের দাম 14,999 টাকা

ভারতে এল Alcatel 3T 10 ট্যাবলেট

ভারতে TCL তাদের নতুন ট্যাবলেট অ্যালকাটেল 3T 10 লঞ্চ করে দিয়েছে। এটি আপনারা 10 ইঞ্চির স্ক্রিনের সঙ্গে পাবেন। আর এর সঙ্গে এটি স্লিক ডিজাইনের। আর এটি কোম্পানির এর আগের মডেল A3 10 য়ের পরের জেনারেশানের মডেল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ট্যাবলেটে শক্তিশালী 2*5 এক্সটার্নাল ডক স্পিকার 2000mAH য়ের ব্যাটারির সঙ্গে আছে। আর এর সঙ্গে আছে একটি দারুন ব্লুটুথ ডিভাইস। আর এটি আপনারা মানে এই ব্লুটুথটি আপনারা 10 মিটার রেঞ্জ পর্যন্ত কাজ শুনতে পারবেন। আর এটি একটি মাইক্রো SD কার্ড সাপোর্ট করে। আর এটি 3.5mm AUX পোর্টের সাপোর্ট করে।

অ্যাল্কাটেলের এই ট্যাবলেটে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে আর এটি 4080mAH য়ের ব্যাটারি যুক্ত আর এতে আপনারা 2GB র‍্যামের সঙ্গে 16GB র স্টোরেজ পাবেন। আর এর সঙ্গে এটি ফেস কি দেওয়া হয়েছে।

Alcatel 3T 10 টু ইন ওয়ান ব্লুটুথ কিবোর্ডের সঙ্গে এসেছে। এই ডিভাইসটির দাম 9,999 টাকা আর এটি স্পিকার ভেরিয়েন্টের সঙ্গে 14,999 টাকায় কেনা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo