Upcoming Smartphones this week: আগামী মাসে ভারতে এন্ট্রি করবে এই শক্তিশালী স্মার্টফোনস, জানুন কী থাকবে বিশেষ

Upcoming Smartphones this week: আগামী মাসে ভারতে এন্ট্রি করবে এই শক্তিশালী স্মার্টফোনস, জানুন কী থাকবে বিশেষ
HIGHLIGHTS

লো বাজেট সস্তা স্মার্টফোন থেকে শুরু করে দামি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ হবে আগামী মাসে

আগামী 29 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত একাধিক Upcoming Smartphones বাজারে আসতে চলেছে

এই তালিকায় কিছু স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে

ভারতের বাজারে এপ্রিল 2024-এ একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে এখানেই থামছে না, আগামী মাস অর্থাৎ মে মাসেও চলবে একের পর এক স্মার্টফোন লঞ্চিং। লো বাজেট সস্তা স্মার্টফোন থেকে শুরু করে দামি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ হবে আগামী মাসে। আগামী 29 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত একাধিক Upcoming Smartphones this week বাজারে আসতে চলেছে।

এই তালিকায় কিছু স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে কিছু ফোনের এখনও লঞ্চ তারিখ জানানো হয়েনি। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়।

আরও পড়ুন: Price Cut: 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা, 3000 টাকা সস্তা হল Samsung 5G মিড-রেঞ্জ স্মার্টফোন

Vivo V30e ভারতে 2 মে লঞ্চ হবে

Upcoming Smartphones this week Vivo V30e
Vivo V30e

ভিভো ভি30e ভারতে আগামী মাসের 2 তারিখ বাজারে এন্ট্রি করবে। এটি আল্ট্রা স্লিম 3D কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া ফোনটি 50MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ করা হবে। ফোনের রিয়ারে 50MP IMX882 পোট্রেট সেন্সর দেওয়া থাকবে। লিক অনুযায়ী, এই ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 সহ আসবে। পাওয়ার দিতে এতে 5500mAh ব্যাটারি পাওয়া যাবে।

Vivo Y18 ফোন আগামী মাসের 1 মে লঞ্চ হতে পারে

আগামী সপ্তাহের 1 মে ভিভো ওয়াই18 ভারতীয় বাজারে এন্ট্রি করতে পারে। এই ফোনে 4GB RAM থাকতে পারে, যা মিডিয়াটেক প্রসেসর সহ আসতে পারে। এচাড়া ফোনটি 6.56-ইঞ্চি ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 8MP সেলফি সেন্সর থাকবে। পাওয়ার দিতে মোবাইল ফোনে 5000mAh ব্যাটারি থাকতে পারে।

Vivo Y18e আগামী মাসের 1 তারিখ হতে পারে লঞ্চ

ভিভো ওয়াই18 এর সাথে আরেকটি কম দামি ফোন Vivo Y18e আনতে চলেছে। খবর অনুযায়ী, এই ফোনের দাম মাত্র 7999 টাকা হতে পারে। এতে ফিচার হিসেবে 6.56-ইঞ্চি ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট থাকতে পারে। তবে ফটোগ্রাফির জন্য এতে 13MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে। ফোনে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর দেওয়া হবে, যা 4GB RAM সহ পেয়ার করা হবে।

Infinix GT 20 Pro 5G

Infinix GT 20 Pro
Credit: 91mobiles Hindi

আগামী মাসে ইনফিনিক্স জিটি 20 প্রো 5G ভারতে লঞ্চ হতে পারে। তবে এখনও এই ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েনি। খবর অনুয়ায়ী, আপকামিং ইনফিনিক্স ফোনটি ডাইমেনসিটি 8200 আল্টিমেট প্রসেসর সহ আসবে। এছাড়া ফোনটি 12 জিবি RAM সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী, এই ইনফিনিক্স ফোনে OIS সাপোর্ট সহ 108MP ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাাবে। ফোনটি 5000mAh ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট কবরে।

আরও পড়ুন: Vivo V30e: 50MP Sony IMX882 ক্যামেরা সহ আসছে নতুন ভিভো স্মার্টফোন, জানুন লঞ্চ কবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo