OnePlus, Samsung, Realme এবং Poco কোম্পানির নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে এই সপ্তাহে

OnePlus, Samsung, Realme এবং Poco কোম্পানির নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে এই সপ্তাহে
HIGHLIGHTS

Samsung কোম্পানি ভারতে 2 এপ্রিল Galaxy M33 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

Poco কোম্পানির নতুন ডিভাইস Poco X4 Pro 5G ভারতীয় মার্কেটে লঞ্চ হবে 28 মার্চ

OnePlus কোম্পানির Snapdragon 8 Gen 1 চিপসেট ব্যবহার করা প্রথম স্মার্টফোন হতে চলেছে OnePlus 10 Pro

স্মার্টফোন ইন্ডাস্ট্রির জন্য আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিশ্বের বেশ কিছু বড় বড় স্মার্টফোন কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ লঞ্চের ঘোষণা করেছে। এই সপ্তাহে, OnePlus কোম্পানির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 10 Pro, TWS এবং একটি স্মার্ট টিভি লঞ্চ করতে দেখা যাবে। Samsung এই সপ্তাহে একটি মিড-সেগমেন্ট ফোন, Galaxy M33 5G লঞ্চ করতে চলেছে। এছাড়াও Realme এবং Poco কোম্পানিও তাদের নতুন স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। এই স্মার্টফোনগুলি প্রিমিয়াম থেকে এন্ট্রি সেগমেন্ট পর্যন্ত, গ্রাহকদের জন্যে একটি ওয়াইড সেট পূরণ করবে। OnePlus 10 Pro একটি প্রিমিয়াম ফোন হতে চলেছে, Samsung এর M33 5G স্মার্টফোনটি মিড-সেগমেন্টের  ফোন হিসেবে লঞ্চ করবে। Poco X4 Pro 5G হল একটি বাজেট ফোন  এবং Realme C31 এন্ট্রি লেভেল ফোন হিসেবে আসবে।

স্মার্টফোনগুলি Amazon, Flipkart এবং কোম্পানিগুলোর নিজস্ব ওয়েবসাইটে লঞ্চ করবে। 28 মার্চ থেকে 2 এপ্রিল এর মধ্যে স্মার্টফোনের বাজারে যেসমস্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে সেগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Samsung Galaxy M33

Samsung কোম্পানি ভারতে 2 এপ্রিল Galaxy M33 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ডিভাইসটি Samsung এর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে দুপুর 12 টায় লঞ্চ হবে। Samsung Galaxy M33 5G স্মার্টফোনটি 5nm চিপসেট এবং 6,000mAh ব্যাটারি সহ আসতে চলেছে। ফোনটিতে ভয়েস ফোকাস টেকনোলজিও থাকবে।

Galaxy M33 5G স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.6-inch ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি Android 12 এর উপর বেস করে One UI 4.1 সিস্টেমে চলবে। Samsung Galaxy M33 ডিভাইসের 5nm চিপসেটটি, 2.4GHz পর্যন্ত ক্লক স্পিড সহ octa-core ফর্মেশনে থাকবে। Galaxy M33 5G সেটটি 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB অথবা 8GB RAM মডেলের সাথে পাওয়া যাবে। এছাড়াও, Samsung এর Galaxy M33 5G স্মার্টফোনটি RAM Plus টেকনোলজির সাথে আসবে, যার সাহায্যে গ্রাহকরা 16GB পর্যন্ত ভার্চুয়াল RAM পেতে পারে। Samsung এর নতুন ডিভাইসটি 6,000mAh ব্যাটারি এবং 25W চার্জিং সাপোর্ট সহ আসবে। ফোনটিতে টাইপ-C চার্জার এবং রিভার্স চার্জিং এর ব্যবস্থা রয়েছে।

এছাড়া, Galaxy M33 5G ফোনে ট্রিপিল রিয়ার ক্যামেরা সেট আপ থাকতে পারে। যার মধ্যে থাকবে একটি 50 মেগাপিক্সেল মেইন লেন্স, একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এর সাথে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

Samsung Galaxy M33 5G ফোনটি মিড-রেঞ্জ ক্যাটেগরিতে আসতে পারে, যার দাম 17,999 টাকা থেকে শুরু হতে পারে। Samsung Galaxy M33 5G ফোনটি ভারতে Amazon সাইটে লঞ্চ হবে।

Poco X4 Pro 5G

Poco কোম্পানির নতুন ডিভাইস Poco X4 Pro 5G ভারতীয় মার্কেটে লঞ্চ হবে 28 মার্চ। Xiaomi এর সাব-ব্র‍্যান্ড, Poco গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চের পর এবার ভারতেও আনতে চলেছে। ফোনটি Flipkart সাইটে 28 মার্চ দুপুর 12 টায় লঞ্চ করেছে। ভারতে Poco X4 Pro 5G 64 মেগাপিক্সেল ট্রিপিল ক্যামেরা সেট আপের সাথে আসবে, যেখানে গ্লোবাল মার্কেটে ডিভাইসটির ক্যামেরা 108 মেগাপিক্সেল।

Poco X4 Pro 5G স্মার্টফোনটি 1200 nits পিক ব্রাইটনেস সহ 6.67-inch সুপার AMOLED ডিসপ্লের সাথে পাওয়া যাবে। এর সাথে থাকবে 120Hz প্যানেল। রিয়ার ক্যামেরায় 64 মেগাপিক্সেল মেইন লেন্সের সাথে থাকবে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এছাড়াও থাকবে 16 মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা।

Poco X4 Pro 5G

Poco X4 Pro 5G স্মার্টফোনটি Snapdragon 695 চিপসেট এবং Android 11 এর MIUI 13 এর সাহায্যে চলবে। ডিভাইসটি 6GB RAM এবং 11GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর সাথে পাওয়া যাবে। Poco X4 Pro 5G ফোনে 5,000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জার থাকবে। Poco কোম্পানির X4 Pro 5G স্মার্টফোনটি ভারতে 16,999 টাকায় সেল হতে পারে।

Realme C31

Realme তাদের এফোর্ডেবল C সিরিজের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। নতুন স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে Realme C31। মার্চের 31 তারিখ চীনা কোম্পানির নতুন এই সেটটি Flipkart এ লঞ্চ করবে।

Realme C31

Realme C31 ফোনটি dew drop ডিসপ্লে এবং একটি ট্রিপিল রিয়ার ক্যামেরা সেট আপের সাথে আসবে। ডিভাইসটি Unisoc চিপসেট এবং RAM এক্সপ্যানশন টেকনোলজির সাথে আসতে পারে। ফোনটি 3.5mm অডিও জ্যাক এবং চার্জের জন্যে টাইপ-C USB পোর্টের সাথে আসবে।

OnePlus 10 Pro

OnePlus কোম্পানির Snapdragon 8 Gen 1 চিপসেট ব্যবহার করা প্রথম স্মার্টফোন হতে চলেছে OnePlus 10 Pro। ডিভাইসটি Android 12 এবং ColorOS 12 সিস্টেমের সাহায্যে চলবে। OnePlus 10  Pro ফোনটি 12GB LPDDR5 RAM এবং 5,000mAh ব্যাটারির সাথে আসতে চলেছে। ফোনটি 80W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে।

OnePlus 10 Pro

OnePlus 10 Pro স্মার্টফোনে একটি ট্রিপিল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে। যার মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেল মেইন Sony লেন্স, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 8 মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। সেল্ফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেল ক্যামেরা।OnePlus 10 Pro ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-inch AMOLED ডিসপ্লের সাথে আসবে। OnePlus 10 Pro 5G স্মার্টফোনের 12 GB ভ্যারিয়েন্টের দাম 57,999 টাকা হতে পারে। যদি OnePlus 8GB এর মডেল লঞ্চ করে, তাহলে ডিভাইসটির দাম 52,999 টাকা হতে পারে। OnePlus এর নতুন সেটটি আসবে Amazon সাইটে।

এছাড়াও OnePlus কোম্পানি, একটি নতুন বুলেট ওয়ারলেস Z2, 43-inch 4K UHD স্মার্ট টিভি, Y1S Pro এবং Buds Pro সিলভার এডিশন লঞ্চ করতে চলেছে।

Digit.in
Logo
Digit.in
Logo