এই রিচার্জ প্ল্যানটি Reliance Jio এর 2025 সালের সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান, বছরভর মিলবে আনলিমিটেড 5G ডেটা সহ কলিং, এসএমএস সমস্ত কিছু

এই রিচার্জ প্ল্যানটি Reliance Jio এর 2025 সালের সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান, বছরভর মিলবে আনলিমিটেড 5G ডেটা সহ কলিং, এসএমএস সমস্ত কিছু
HIGHLIGHTS

Reliance Jio এই প্রিপেইড প্ল্যানটি সবচেয়ে সস্তা বার্ষিক ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান

এতে প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা এবং পুরো বছর 912.5 জিবি ডেটা পাওয়া যাবে

আপনি যদি 12 মাসের হিসেব করেন তবে প্রতি মাসে প্রায় 276 টাকা পড়বে

Reliance Jio ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। গ্রাহকদের বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান অফার করে। তবে বার্ষিক রিচার্জ প্ল্যান কোম্পানির অনেকটা দামি। আপনি যদি চলতি বছরের শুরুতে একটি বার্ষিক রিচার্জ প্ল্যান চান তবে এখানে আমরা জিওর 3599 টাকার প্ল্যানের বিষয় বলবো।

আরও পড়ুন: OnePlus Red Rush Days sale: ওয়ানপ্লাস 13, ওয়ানপ্লাস 12 সহ একাধিক ফোনে 10 হাজার টাকা পর্যন্ত ছাড়

Reliance Jio এর 3599 টাকার রিচার্জ প্ল্যান

365 days jio plan offers unlimited 5g but costs less than 10 rs per day

রিলায়েন্স জিওর 3599 টাকার রিচার্জ প্ল্যানে একগুচ্ছ সুবিধা সহ আসে। এতে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। যার মানে পুরো বছর যতখুশি কথা বলতে পারেন। এছাড়া প্রতিদিন 100 SMS ও পাওয়া যাবে, যা হিসেবে বছরভরে মোট 36,500 এসএমএস পাবেন।

ডেটার কথা বললে, এতে প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। যার মানে পুরো বছরের জন্য 912.5 জিবি ডেটা পাওয়া যাবে। আপনার ডেটা লিমিট শেষ হওয়ার পর ডেটা স্পিড কমে 64kbps হয় যাবে। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটাও রয়েছে।

এছাড়া আপনি জিওটিভি এবং জিওক্লাউড এর এক্সেস দেওয়া হয়। তবে বলে দি যে জিও তার মোবাইল প্ল্যানে JioCinema এর এক্সেসও দেওয়া হত, কিন্তু এখন এই প্ল্যানে জিওসিনেমা সরিয়ে দেওয়া হয়েছে।

কত টাকা সস্তা জিওর এই প্ল্যান

আপনি যদি 12 মাসের হিসেব করেন তবে প্রতি মাসে প্রায় 276 টাকা পড়বে। গ্রাহকরা প্রতি মাসে 276 টাকার খরচে আনলিমিটেড কলিং, 100 SMS প্রতিদিন, 2.5 জিবি প্রতিদিন ডেটা এবং আনলিমিটেড 5জি পাবেন।

আরও পড়ুন: BSNL Holi Offer: বিনামূল্যে দিচ্ছে 29 দিন এর অতিরিক্ত ভ্যালিডিটি, 365 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং ডেটা ফ্রি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo