নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে হাজির হল জিও, প্রতিদিনের ডাটা ইউসে কোন পরিবর্তন হচ্ছেনা

HIGHLIGHTS

১ মাস সময়সীমার জন্য পাওয়া যাবে ৯০ জিবি ডাটা

নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে হাজির হল জিও, প্রতিদিনের ডাটা ইউসে কোন পরিবর্তন হচ্ছেনা

জিওর কাছে জেন আছে ম্যাজিক বক্স, তাই রোজই গ্রাহকদের একেরপর এক নতুন অফার এনে চমক দিয়েই চলে জিও। আর জিও গ্রাহক্রাও যেন এখন সেই অপেক্ষাতেই থাকে। জিওর ধন ধনা ধন অফার শেষ হচ্ছে এমাসেই একথা সবাই জানে, তাই জিও এর বদলে নতুন কোন অফার আনে কিনা সেই অপেক্ষায় ছিল সবাই, এবার তাই গ্রাহকদের সেই প্রতীক্ষার নিরসন করল জিও, নিয়ে এল একটি নতুন প্ল্যান।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও ভাল ডিলস এখানে দেখুন  

জিও-র ওয়েবসাইটে ঘোষিত নয়া প্ল্যান অনুযায়ী, এখন থেকে ৩০৯ টাকায় ৫৬ জিবি ডাটা পাবেন গ্রাহকরা। অর্থাৎ ভ্যালিটিডি বা সময়সীমা খানিকটা কমছে। কেননা আগে এই সময়সীমা ছিল ৮৪ দিন। কিন্তু প্রতিদিনের ব্যবহৃত ডাটার পরিমাণ কমানো হচ্ছে না। ১ জিবি করেই ডাটা প্রত্যেকদিন পাচ্ছেন গ্রাহকরা।

এছাড়া আরও দুটি নতুন পরিকল্পনা এনেছে জিও। প্রি-পেড গ্রাহকদের জন্য তা প্রযোজ্য হবে। ৩৪৯ টাকায় এবার পাওয়া যাবে ২০ জিবি ডাটা। যার ভ্যালিডিটি ৫৬ দিন। অন্যদিকে, ৩৯৯ টাকায় ৮৪ দিনের জন্য মিলবে ৮৪ জিবি ডাটা। পোস্ট পেড গ্রাহকদের জন্য থাকছে ৩৯৯ টাকার প্ল্যান। ১ মাস সময়সীমার জন্য পাওয়া যাবে ৯০ জিবি ডাটা।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo